মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (UNGA) বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প (এএফপি)
রাষ্ট্রসঙ্ঘ: মঙ্গলবার রাষ্ট্রসংঘের মঞ্চ থেকে চিনকে (China) বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), সেখানে তিনি ঘোষণা করলেন, বেজিং-এর বাণিজ্যিক “অপমান” “শেষ”, এবং হংকং এর “জীবনে গণতান্ত্রিক পদ্ধতিকে” রক্ষার করার আহ্বান জানাতে হবে। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তিনি বলেন, “বছরের পর বছর ধরে, এই অপমান (বাণিজ্য) সহ্য করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে, অথবা উৎসাহ দেওয়া হয়েছে”, একইসঙ্গে বললেন, বিশ্বায়ন আন্তর্জাতিক নেতাদের, নিজেদের দেশের স্বার্থকে উপেক্ষা করার কারণ হয়ে উঠেছে। তাঁর কথায়, “যতদূর পর্যন্ত আমেরিকা চিন্তিত, সেই দিন শেষ হয়েছে”। ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন, যেভাবে চিন হংকং-এর সঙ্কট (Crisis in Hong Kong) সামলাচ্ছে, সেদিকে “গুরুত্ব সহকারে লক্ষ্য করছে”।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সারা বিশ্ব পুরোপুরি আশা করে যে, চিন তাদের চুক্তির বাধ্যবাধকতাকে সম্মান জানাবে...(এবং) হংকং এর স্বাধীনতা, আইনি প্রক্রিয়া, এবং জীবনে গণতান্ত্রিক পথ রক্ষা করবে”।