Read in English
This Article is From Feb 25, 2020

উচ্চতাই বাধা, তাজমহলের আসল সমাধিতে যাওয়া হল না ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি।  সেকারণেই  নিরাপত্তারক্ষীরা তাঁর সুরক্ষার কথা মাথায় রেখেই সমাধি পর্যন্ত যেতে নিষেধ করেন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by

সোমবার তাজমহলে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)

Highlights

  • সোমবার তাজমহলে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট
  • সমাধির কাছে পৌঁছতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প
  • ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি

সোমবার তাজমহলে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)।২ দিনের ভারত সফরে এসে আগ্রায় গেলেও তাজমহলে মুঘল শাসক শাহজাহান এবং তার বেগম মমতাজের আসল সমাধির কাছে পৌঁছতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প(Donald Trump) এবং ফার্স্ট লেডি মেলানিয়ার(Melania) এই ঐতিহাসিক তাজমহল সফরে তাদের সঙ্গে যে গাইড ছিলেন, সেই নীতিন কুমার সিং সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন তাজমহলের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন ট্রাম্প। যদিও শাহজাহান এবং মমতাজের যে আসল সমাধি সেখান পর্যন্ত তিনি পৌঁছতে পারেননি । কারণ নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা জানান, যে আসল সমাধিতে যাওয়ার যে রাস্তা তার উচ্চতা অনেক কম এবং সরু। যে কারণে প্রেসিডেন্টের আঘাত লাগার সম্ভাবনা ছিল।

ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি।  সেকারণেই  নিরাপত্তারক্ষীরা তাঁর সুরক্ষার কথা মাথায় রেখেই সমাধি পর্যন্ত যেতে নিষেধ করেন।

Advertisement