This Article is From Oct 02, 2018

তাঁকে খুশি করার জন্যই বাণিজ্য চুক্তি করতে চায় ভারত, বললেন ট্রাম্প

ভারত অবিলম্বে আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলতে চায় বলে সোমবার জানালেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

তাঁকে খুশি করার জন্যই বাণিজ্য চুক্তি করতে চায় ভারত, বললেন ট্রাম্প

ভারত অবিলম্বে আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা চায় বলে জানালেন ট্রাম্প

হাইলাইটস

  • আমেরিকার করের ভয়েই ভারত তাদের সঙ্গে বাণিজ্য চায় বলে জানিয়েছিলেন ট্রাম্প
  • মার্কিন পণ্যে একশো শতাংশ কর চাপানোর জন্য প্রায়ই ভারতকে একহাত নেন ট্রাম্প
  • অন্য একটি বাণিজ্য চুক্তির কথা ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প
নিউ দিল্লি:

ভারত অবিলম্বে আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলতে চায় বলে সোমবার জানালেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করার পর একটি সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের ওপর শুল্কের হার বাড়িয়ে দেওয়ার কারণে ভারতকে একহাত নিয়ে ট্রাম্প বলেন, ভারত তাঁকে খুশি করার জন্য বাণিজ্য চুক্তি করতে চায় প্রাথমিকভাবে। ওই সাংবাদিক সম্মেলনে তিনি জাপান, ইউরোপিয় ইউনিয়ন, চিন এবং ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নয়াদিল্লি মার্কিন পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক চাপাচ্ছে বলে তাঁর যে অভিযোগ, তার পুনরাবৃত্তি করে ভারতকে ব্যঙ্গ করে ‘করের রাজা’ও বলে বসেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রে চলা ভারতীয় পণ্যগুলির ওপর একই হারে তিনি শুল্ক চাপাতে চেয়েছিলেন। তারপরই ভারতীয় প্রতিনিধিরা ট্রাম্পকে জানান, ভারত একটি বাণিজ্য চুক্তি করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজার।

গত সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায় ভারত। কারণ, ভারত চায় না ডোনাল্ড ট্রাম্প কোনওভাবে ‘প্রতিশোধ’ নিক!

 

.