This Article is From Feb 25, 2020

“মধ্যস্থতা করতে যা কিছু করতে হবে, সবকিছুই করতে পারি”, কাশ্মীর নিয়ে বললেন ট্রাম্প

সাংবাদিক সম্মেলনে পাক ভূ-খণ্ড থেকে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

“মধ্যস্থতা করতে যা কিছু করতে হবে, সবকিছুই করতে পারি”, কাশ্মীর নিয়ে বললেন ট্রাম্প

গত বছরের অগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে সরকার (ফাইল)

নয়াদিল্লি:

একাধিকবার মধ্যস্থার প্রসঙ্গ খারিজ করে দিয়েছে ভারত, মঙ্গলবার আবারও ভারত ও পাকিস্তানের মধ্যস্থতার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। এদিন তিনি বলেন, “নিজেদের সমস্যা নিয়ে কাজ করছে ভারত ও পাকিস্তান। দুই দেশেরই প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক মজবুত। মধ্যস্থতা করতে আমায় যা কিছু করতে হবে, আমি করতে পারি”। সাংবাদিক সম্মেলনে পাক ভূ-খণ্ড থেকে সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আজ আমরা অনেক বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি। এটা যে সমস্যা, তা প্রশ্নাতীত। তারা এটা নিয়ে কাজ করছে। আমি বলেছি, সাহায্য করার জন্য, আমার যা করার করতে পারি, কারণ, দুই ভদ্রলোকের (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান) সঙ্গেই আমার সম্পর্ক খুবই ভাল”।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তারা কাশ্মীর নিয়ে কাজ করছে। দীর্ঘদিন ধরেই অনেক মানুষের চোখেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক কাহিনীরই দুই দিক রয়েছে। দীর্ঘভাবে আজ আমরা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করেছি”।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট, তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি “একজন শক্তিশালী মানুষ, আমি তাঁকে কাজে দেখেছি, তিনি এটা নিয়ে ভাববেন”।

পরে, তাঁর মধ্যস্থতা এবং ভারতের সেই প্রস্তাব প্রত্যাখান করা নিয়ে প্রশ্ন করা হলে, মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তা নিয়ে আমি কিছু বলব না (মধ্যস্থতাকারী)। ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর অবশ্যই একটা বড় সমস্যা, তারা তাদের সমস্যা নিয়ে কাজ করছে। দীর্ঘদিন ধরেই তারা কাজ করছে”।

নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে বিক্ষোভ, সংঘর্ষ এবং ধর্মীয়  স্বাধীনতা নিয়ে প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড ট্রাম্প।

নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন, “আমি নাগরিত্ব আইন নিয়ে আলোচনা করিনি, আমি সেটা ভারতের ওপরেই ছেড়ে দিতে চাই, এবং বিশ্বাস করি, তার সঠিক সিদ্ধান্তই নেবে”।

ভারতে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক রয়েছে কিনা, “আমরা এটা নিয়ে আলোচনা করেছি। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তাঁরা মুসলিমদের সঙ্গেও কাজ করেছেন”।

নাগরিকত্ব আইন এবং দিল্লিতে সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “আমি ব্যক্তিগত আলোচনা সম্পর্কে জেনেছি, তবে তা আলোচনা করিনি”।

.