This Article is From Feb 24, 2020

"স্বামী বিবেকামুন্নন, সুচিন তেন্ডুলকর...," ট্রাম্পের ভুল উচ্চারণে নেট দুনিয়াতে চর্চা

"স্বামী বিবেকামুন্নন আর সুচিন তেন্ডুলকর।" এঁরা কারা? খানিকটা চেনা পরিচিত লাগলেও, এই নাম দুটো শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় মোতেরা স্টেডিয়াম।

মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠানে এভাবে নামের ভুল উচ্চারণ করে নেট দুনিয়াতে টিপ্পনীর শিকার মার্কিন প্রেসিডেন্ট (US President)

নয়া দিল্লি:

"স্বামী বিবেকামুন্নন আর সুচিন তেন্ডুলকর।" এঁরা কারা? আদ্যাক্ষর শুনে খানিকটা চেনা পরিচিত লাগলেও, এই নাম দুটো প্রথমবার শুনে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল মোতেরা স্টেডিয়াম (Motera Stadium)। কিন্তু পরে ওই দু'জনকে ঠাওর করতে পেরে ফের চেনা ছন্দে ফেরে আহমেদাবাদের এই ক্রিকেট স্টেডিয়াম। সোমবার মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠানে এভাবে নামের ভুল উচ্চারণ করে নেট দুনিয়াতে টিপ্পনীর শিকার মার্কিন প্রেসিডেন্ট (US President)। রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভারত সফরে ১৩০ কোটির দেশকে কাছে টানতে চেষ্টার কসুর করেননি ট্রাম্প। হিন্দি টুইট হোক কিংবা "আমেরিকা, ভারতকে ভালবাসে।" এমন একাধিক প্রসঙ্গ ডোনাল্ড ট্রাম্পের মোতেরার ভাষণে ছিল। কিন্তু স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) ও শচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নাম ভুল উচ্চারণ করে এখন সমালোচনায় জর্জরিত ইউএস প্রেসিডেন্ট। 

"নমস্তে ট্রাম্প", বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী: ১০ তথ্য

দুপুর পর্যন্ত মসৃণ গতিতে চলতে থাকা তাঁর ভারত সফরে খানিকটা এক বালতি দুধে এক ফোটা চোনা এই ভুল উচ্চারণ। এমনটা বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, তবে কেবল বিবেকানন্দ বা শচিনের নাম না, এদিন মার্কিন প্রেসিডেন্ট গুলিয়েছেন বেদকেও। দা ভেস্টাস বলে সম্বোধন করেছেন বেদকে। চা-ওয়ালা থেকে প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির এই যাত্রাপথকে প্রশংসার সুরে বাঁধতে গিয়ে থমকেছেন ডোনাল্ড ট্রাম্প। চি-ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। এদিন ভুল উচ্চারণের মাধ্যমে দাবি করেছেন তিনি। এমনকি, বলিউড ক্লাসিক শোলের প্রসঙ্গ টানতে গিয়ে সেই ছবির নামও ভুল উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প। 'শোজে' ছবি গোটা বিশ্বের কাছে জনপ্রিয়, এদিন মোতেরাতে দাবি করেছন ট্রাম্প। 

(সংবাদসংস্থা থেকে সংগৃহীত)

.