This Article is From Aug 28, 2018

ত্রাণ করুন, জামিন পান- কেরলের জন্য অভিনব সিদ্ধান্ত ঝাড়খণ্ড আদালতের

সম্প্রতি ঝাড়খণ্ড উচ্চ আদালত জানিয়েছে, কেরলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলে জামিন মঞ্জুর করে দেবেন তাঁরা

ত্রাণ করুন, জামিন পান- কেরলের জন্য অভিনব সিদ্ধান্ত ঝাড়খণ্ড আদালতের

আদালত জানিয়েছে যে, তহবিলে টাকা জমা দেওয়ার প্রমাণ আদালতে জমা দিতে হবে অভিযুক্তদের

হাইলাইটস

  • 3 persons were given anticipatory bail if they donate money to Kerala
  • Court said the petitioners have to submit proof of deposits made to fund
  • A bench observed that much has to be done in Kerala following floods

কথায় বলে পুণ্য করার হাজার পথ। কে কোন পথে প্রায়শ্চিত্তের সুযোগ ঘটিয়ে দেন বলা যায় না। তবে এক্ষেত্রে বলা যাচ্ছে। এখানে উদ্ধারকর্তার ভূমিকায় ঝাড়খণ্ড আদালত। সম্প্রতি ঝাড়খণ্ড উচ্চ আদালত জানিয়েছে, কেরলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলে জামিন মঞ্জুর করে দেবেন তাঁরা। ত্রাণ করলেই তিন অভিযুক্তের জামিন মঞ্জুরের কথা জানিয়েছেন বিচারক। বিচারপতি এবি সিংয়ের বেঞ্চ জানিয়েছেন, কেরলে এখনও অনেক পরিমাণ ত্রাণকার্য প্রয়োজন বলে তাঁরা মনে করেছেন।

বিচারক জানান, প্রতারণা ও জালিয়াতির মামলায় অভিযুক্ত উৎপল রায়ের আগাম জামিন মঞ্জুর করা হবে যদি তিনি কেরলের জন্য ত্রাণ তহবিলে 7,000 টাকা দান করেন। জালিয়াতি মামলায় অভিযুক্ত ধনেশ্বর মণ্ডল ও শম্ভু মণ্ডলের জামিনও একইভাবে মঞ্জুর হবে যদি তাঁরা 5,000 টাকা দান করেন।

আদালত জানিয়েছে যে, তহবিলে টাকা জমা দেওয়ার প্রমাণ আদালতে জমা দিতে হবে অভিযুক্তদের।

ঝাড়খণ্ড হাইকোর্টের অ্যাডভোকেট এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত কুমার সিকাওয়ার জানান, মধ্যপ্রদেশ ও কর্ণাটক হাইকোর্টও কেরলে ত্রাণের বিষয়ে এমনই কিছু পদক্ষেপ করেছেন।

.