Read in English
This Article is From Jul 18, 2019

কী কাণ্ড! বিয়েবাড়ির থিমে গাধার গায়ে রঙ করে বানানো হল জেব্রা!

বিয়ের অনুষ্ঠান ছিল স্পেনের বিচ টাউনে। সেখানেই শনিবার দুটো গাধা গায়ে রং মেখে হলে গেল জেব্রা!

Advertisement
অফবিট

জেব্রা লুকে ২টি গাধা!

স্পেন:

বিয়ের অনুষ্ঠানে অনেক সময়েই থিম সাজগোজ করেন আমন্ত্রিত বা বর-কনে পক্ষ। কিন্তু সেখানে পশুদের আমন্ত্রণ জানানোর রেওয়াজ কবে থেকে চালু হল? তার থেকেও বড় কথা, তারাও সেজেগুজে ভোল বদলে থিমের সঙ্গে মিলেমিশে এক! এমন তাজ্জব ঘটনা ঘটেছে স্পেনে। শনিবার বিচ টাউনের (Spanish beach town) সাফারি থিমড (safari-themed wedding) বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানেই দুটো গাধা ( two donkeys) গায়ে রং মেখে হলে গেল জেব্রা (zebras)! ছবি ছড়াতেই আয়োজকদের রুচি দেখে ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা। মানুষের রংচং মেখে সং সাজার ঘটনা নতুন নয়। তা বলে, তার থেকে রেহাই পাবেন না পশুরাও? প্রশ্ন সব্বার।  

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাডিজের এক স্থানীয় শহর ইআই পালমারের এক বিয়ের রিসেপশনের বার সংলগ্ন এলাকায় এভাবেই সাজিয়ে গুছিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল দুটো গাধাকে। গায়ে তাদের সাদা-কালো ডোরা। দূর থেকে দেখে প্রথমে জেব্রা বলেই ভুল হয়েছে অনেকের। পরে বুঝতে পেরেই তীব্র প্রতিবাদ জানাতে থাকেন পশুপ্রেমীরা। 

World Emoji Day 2019: জানেন ভারতীয়রা সবচেয়ে বেশি ব্যবহার করেন কোন বিশেষ ইমোজি?

Advertisement

"একে গাধা এখন বিলুপ্তির পথে। তার মধ্যে লোক টানতে বা বিয়েবাড়ির আকর্ষণ বাড়াতে যদি এভাবে গায়ে কেমিক্যাল রং করা হয়  তাহলে পশুটির নির্বংশ হতে বেশি দেরি লাগবে না " ছবি দেখার পর সোশ্যালে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন টমাস হেরেরা পেলিজ। 

তাঁর এই মন্তব্যে সায় দিয়েছেন বাকি নেটিজেনরাও।

Advertisement

অমানবিক! সিংহ শিকারের পর তার সামনেই চুম্বনে মগ্ন যুগল...

"পশু বলে মুখ বুঁজে এই অত্যাচার সহ্য করতে হবে!" প্রশ্ন আরেকজনের। কেউ তেউ বলেছেন, বিয়েবাডজ়ির আকর্ষণ বাড়াতে গাধাকে রং করে জেব্রা সাজানোর খুব দরকার ছিল!

Advertisement

এই ঘটনা নজরে পড়েছে কৃষিও বিপণন দফতরেরও (Agricultural and Commercial Office (OCA))। দেখেছে স্পেনের প্রকৃতি-পশু সুরক্ষা দফতরও। দুই দফতরই জানিয়েছে তদন্তে নামছে তারা।

প্রসঙ্গত,  গত বছর ইজিপ্টের এক চিড়িয়াখানা নাকি দর্শক টানতে গাধাকে রং করে জেব্রা বলে চালিয়েছিল! 

Advertisement

Advertisement