এ রাজ্যে প্রথম দফার ভোট আর মাত্র ক’ দিন পরে।
হাইলাইটস
- দন্তেওয়ারর ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন দূরদর্শনের চিত্রগ্রাহক
- পোস্ট হওয়া একটি ছবিতে তাঁর সঙ্গে বেশ কয়েকজন শিশুকে দেখা যাচ্ছে
- এ রাজ্যে প্রথম দফার ভোট আর মাত্র ক’ দিন পরে
নিউ দিল্লি: মৃত্যুর পাঁচ ঘণ্টা আগে দন্তেওয়ারর ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন দূরদর্শনের চিত্রগ্রাহক অচ্যুতানন্দ সাহু। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণ হারালেন তিনি। 12 নভেম্বর ছত্তিশগড়ে প্রথম দফায় ভোট হবে। সেই সংক্রান্ত খবর করতে গিয়ে প্রাণ হারান অচ্যুতানন্দ। পোস্ট হওয়া একটি ছবিতে তাঁর সঙ্গে বেশ কয়েকজন শিশুকে দেখা যাচ্ছে। সকলেই হাসছিলেন এছাড়া দুটি জলপ্রপাতের ভিডিয়োও ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি । জানা গিয়েছে আরানপুর জঙ্গলের তরফ থেকে আক্রমণ চালায় মাওবাদীরা ।
এই এলাকাটি দান্তেওয়ারা জেলার অন্তর্গত। ছত্তিশগ পুলিশের ডিআইজি ( নকশাল দমন) পি সুন্দররাজ জানিয়েছেন , ‘ আমাদের দল তল্লাশিতে গিয়েছিল। দূরদর্শনের কর্মীও তাদের সঙ্গে ছিলেন।' তিনি জানান আশপাশের জেলা গুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার কথা জানিয়ে টুইট করেছে প্রসার ভারতীও। এর দিন তিনেক আগে মাওবাদী হানায় সিআরপিএফের চার জওয়ানের মৃত্যু হয়। এ রাজ্যের বীজাপুরে ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ যায় জওয়ানদের। । আইইডি বিস্ফোরণে গুরুতর ভাবে জখম আরও দু'জন।
সেই ঘটনার পর আবার মাও হানায় রক্তাক্ত হল ছত্তিশগড়। এ রাজ্যে প্রথম দফার ভোট আর মাত্র ক' দিন পরে। তার আগেই ঘটে গেল এমন একটি ঘটনা।