হাইলাইটস
- রাজস্থানে একই দিনে জোড়া ধাক্কা খেল বিজেপি
- এক সাংসদ এবং এক বিধায়ক দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে
- বিজেপির মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ায় দল ত্যাগঃ কংগ্রেস
জয়পুর: রাজস্থানে একই দিনে জোড়া ধাক্কা খেল বিজেপি। এক সাংসদ এবং এক বিধায়ক দল ছাড়লেন। দৌসা কেন্দ্রের সাংসদ হরিশচন্দ্র মীনা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। একই দিনে দল ত্যাগ করেলন কংগ্রেসে যোগ দিলেন নাগপুর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হবিবুর রহমান। আজমেরের সাংসদ রঘু শর্মার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন হাবিবুর। আর বুধবারই দিল্লিতে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লিখিয়েছেন হরিশ চন্দ্র মীনা। আজমেরের সাংসদ জানিয়েছেন বিজেপির মধ্যে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে বলেই দল ত্যাগের মতো ঘটনা ঘটছে। হাবিবুর আগেও দলবদল করেছেন। বছর দশেক আগে ছিলেন কংগ্রেসেই। আর তাঁর ‘ঘর ওয়াপসি'তে সকলেই যে খুশি তা সাংবাদিকদের জানিয়েছেন বিধায়ক।
রাজস্থানের প্রাক্তন পুলিশ কর্তা তথা সাংসদ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন
বিধায়ক জানান এবার কংগ্রেসে ফেরার জন্য কোনও শর্ত তিনি রাখেননি । তাঁর কথায়, 1959 সালে বাবা পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন। কংগ্রেসের সঙ্গে আমার যোগাযোগ তখন থেকে। পরে 1962 সালে বাবা বিধায়ক হন। আর তাই এটা আমার কাছে বাড়ি। বাড়িতে ফিরতে পেরে ভাল লাগছে।
শুধু কংগ্রেসে থাকা নয় একটা সময় মন্ত্রীও ছিলেন হাবিবুর। কিন্তু 2008 সালে টিকিট না পেয়ে দলত্যাগ করে বিজেপিতে যান তিনি। পরপর দুবার ওই কেন্দ্র থেকেই নির্বাচিত হন তিনি। কিন্তু এবার আর তাঁকে টিকিট দেয়নি বিজেপি। তাঁর জায়গায় মোহন রামকে প্রার্থী করা হয়েছে।