This Article is From Nov 21, 2018

আগামীকাল থেকে পাওয়া যাবে ৯ ডিসেম্বরের CTET পরীক্ষার অ্যাডমিট কার্ড

প্রথম পত্রের পরীক্ষা হবে ৯ ডিসেম্বর দুপুর ২ টো থেকে বিকেল ৪.৩০ অব্দি। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে সকাল ৯.৩০ টা থেকে ১২ টা পর্যন্ত।

আগামীকাল থেকে পাওয়া যাবে ৯ ডিসেম্বরের CTET পরীক্ষার অ্যাডমিট কার্ড

CTET অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে

নিউ দিল্লি:

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই, দিল্লি ২২ নভেম্বর, ২০১৮ থেকে সিটিইটি অ্যাডমিট কার্ড প্রকাশ করবে। সিবিএসই ৯ ডিসেম্বর ২০১৮ (রবিবার) দেশজুড়ে ৯২ টি শহরে ২২৯৬ টি কেন্দ্রে ১১তম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটিইটি) পরিচালনা করতে চলেছে। প্রার্থীদেরকে তাদের সিটিইটি অ্যাডমিট কার্ড শুধুমাত্র www.ctet.nic.in অর্থাৎ নির্ধারিত ওয়েবসাইট থেকেই ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্ধারিত নির্দেশাবলী, নিষিদ্ধ বিষয় এবং সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য সমস্ত নির্দেশিকা ভালো করে দেখতে বলা হয়েছে।

প্রথম পত্রের পরীক্ষা হবে ৯ ডিসেম্বর দুপুর ২ টো থেকে বিকেল ৪.৩০ অব্দি। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে সকাল ৯.৩০ টা থেকে ১২ টা পর্যন্ত।

সিটিইট ওয়েবসাইট www.ctet.nic.in- এ প্রার্থীদের ফটোগ্রাফ এবং স্বাক্ষর সহ প্রার্থীর ই-অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।

যত্রতত্র থুতু ফেলার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে রাজ্য

বিবৃতিতে বলা হয়েছে, "বোর্ড কর্তৃক আলাদাভাবে কোনও অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না। এটি শুধুমাত্র প্রার্থীরা ডাউনলোড করতে পারবেন"।

সিটিইটি ওয়েবসাইটে যে প্রার্থীর অ্যাডমিট কার্ড আপলোড করা হয়নি তিনি অবশ্যই 30 নভেম্বর, ২০১৮ (শুক্রবার)-এর মধ্যে সিটিইটি ইউনিটের সঙ্গে তাঁদের কনফার্মেশন পাতাটি বা টাকা জমার প্রমাণ সহ অবশ্যই যোগাযোগ করবেন। নতুবা বোর্ড অ্যাডমিট কার্ড ইস্যুর না হওয়ার জন্য দায়ী হবে না। "এরপরে কোনও ধরনের অনুরোধ মেনে নেওয়া হবে না," বলেই জানিয়েছে সিবিএসই।

কোনও প্রার্থী যিনি বৈধ সিটিইটি অ্যাডমিট কার্ডের অধিকারী নন তিনি কোনও পরিস্থিতিতেই কেন্দ্রীয় সুপারিনটেনডেন্টের আদেশে পরীক্ষার জন্য অনুমোদিত হবেন না।

পরীক্ষা শুরু হবে ঠিক উল্লিখিত সময়ে। পরীক্ষার সময় পরীক্ষক প্রার্থীর পরিচয় যাচাই করতে সকল প্রার্থীর অ্যাডমিট কার্ডই পরীক্ষা করবেন।

আরও খবর জানতে চোখ রাখুন এখানে 

 

.