This Article is From Sep 02, 2018

রাজ্যের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

এ রাজ্যের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দু'মাস ধরে নানাবিধ সংশোধন হবে। তারপর তৈরি হবে নতুন তালিকা। পরের বছর প্রথম দিন প্রকাশ করা হবে সেই তালিকা।

রাজ্যের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

ভোটার তালিকা প্রসঙ্গে খবর পেতে  1950 - এই নম্বরে  ফোন করা যাবে।

কলকাতা:

এ রাজ্যের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দু'মাস ধরে নানাবিধ  সংশোধন হবে। তারপর তৈরি হবে নতুন তালিকা। পরের বছর প্রথম দিন প্রকাশ করা হবে সেই তালিকা। কিন্তু তার আগে শনিবার থেকে শুরু হয়ে 31 অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা সংশোধন করা যাবে। এই সময়ের মধ্যে সমস্ত ভোট কেন্দ্রে রাখা থাকবে ভোটার তালিকা। তাতে কোনও নামে ভুল থাকলে ঠিক করা যাবে। পরের বছর জানুয়ারি মাসে যাঁদের বয়স আঠারো হবে তাঁরাও নাম তুলতে পারবেন। উপযুক্ত প্রমাণ দাখিল করে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার মতো কাজও করা যাবে দু’মাসের মধ্যে। নির্দিষ্ট ফর্ম পূরণ করে সংশোধন করা যাবে। খসড়ায় দেখা যাচ্ছে, এ রাজ্যে বুথের সংখ্যা 78,799 টি। এর মধ্যে পুরুষ ভোটার 3,50,21,409 এবং মহিলা ভোটার 3,30,27,933 আর রূপান্তরকামীদের মধ্যে 1,253 জনের নাম আছে ভোটার তালিকায়। সব মিলিয়ে  6,80,50,595 জন ভোটার রাজ্যে আছে। এঁদের মধ্যে সকলকেই সচিত্র পরিচয় পত্র দেওয়া হয়েছে।

ভোটার তালিকা প্রসঙ্গে খবর পেতে 1950 - এই নম্বরে ফোন করা যাবে। তাছাড়া ন্যাশনাল কল সেন্টারে (1800-111-950) ফোন করেও জানানো যাবে অভিযোগ।

.