Xi Jinping said to achieve Dragon and Elephant Dance is the only correct choice.
New Delhi: দু-দিনের সফরে ভারতে (India) এসেছেন চিন দেশের (China) প্রসিডেন্ট জিনপিং। ভারতের আতিথেয়তায় মুগ্ধ প্রেসিডেন্ট শনিবার জানান, সমস্ত বিভেদ ভুলে দুই দেশের উচিত একে অন্যের সুযোগসুবিধের দিকে দৃষ্টি রাখা। এতে দুই দেশেরই লাভ। দুই দেশ একই সঙ্গে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। এবং এই মিলমিশ ধরে রাখতে হবে সমস্ত দৃষ্টিকোণ থেকেই। মনে রাখতে হবে দুটি দেশ একে অন্যের প্রতিবেশি। পড়শি যদি সুজন হয় তাহলে উপকার দুই পক্ষেরই। একই সঙ্গে একে অন্যের প্রতি বিশ্বাস ও আস্থা ধরে রাখার কথাও বলেন তিনি (Xi Jinping)।
চেন্নাইয়ের বৈঠকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা, জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বললেন মোদি
দু-দিনের সফর শেষে দেশে ফেরার পর এক বিবৃতিতে জিনপিং আরও জানান, এই সফর ফলপ্রসূ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে দুই দেশের আর্থিক উন্নয়ন, বাণিজ্যের অগ্রগতি নিয়েও কথা বলেছেন তিনি বলে খবর।
রাজকীয় অভ্যর্থনা, এলাহি আমিষ-নিরামিষ পদে খানাপিনা জিংপিং-মোদির
কথা প্রসঙ্গে তিনি দুই দেশের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে বলেন, ড্রাগন আর হাতির নাচ দুই দেশের সংস্কৃতির অঙ্গ। এই সংস্কৃতিই একমাত্র মেলাতে পারে দুই দেশকে।