Dramatic Dog: নখ কাটবে না বলে অজ্ঞানের ভান!
বুদ্ধিতে সত্যি মানুষকেও গুণে গুণে ১০ গোল খাওয়াবে এই সারমেয়। নখ কাটা তার একেবারেই নাপসন্দ। কিছুতেই সে নখ কাটবে না। কিন্তু মালকিন যে নাছোড়! অগত্যা ভালোবাসার অত্যাচার থেকে রেহাই পেতে অজ্ঞান হওয়ার অভিনয়-ই করতে হল প্রিয় পোষ্যকে (Dramatic Dog)। তার নাটক দেখে শুধু বাড়ি? পুরো নেট বিশ্ব থ! নামই দিয়ে দিয়েছে সবাই সারমেয়-র। ড্রামেবাজ ডগ।
ক্যাচ-কট-কট! চলন্ত রোলার কোস্টারে বসেই উড়ন্ত মোবাইল মুঠোবন্দি....
প্রথমে যখন ভালোভাবে মালকিন ডেকেছেন, পাত্তাই দেয়নি মোটে। শেষে মালকিন জোর করে পা ধরে নেলকাটার নিয়ে তৈরি হতেই নিজেকে বাঁচাতে ধীরে ধীরে মাটিতে গড়িয়ে পড়ে গেল সারমেয়টি। চার পা শূন্যে তোলা। চোখ আধবোজা। বুঝতে না পেরে প্রথমে মালকিন হতভম্ব। তারপরেই পোষ্যের নাটক দেখে স্তম্ভিত!
২৩০০০ জরিমানা দিয়ে ১৫০০০-এর স্কুটি কেন ফেরত পেতে চান চালক?
তিনদিন আগের এই ভিডিও সোশ্যালে ছড়াতে ছড়াতে ৫.৯ লক্ষ দর্শকের প্রশংসা কুড়িয়েছে....।
দেখুন সেই ভিডিও:
হাজারের ওপর কমেন্ট পেয়েছে ভিডিওটি। অনেকেই বলেছেন, ভিডিওটি অস্কারে পাঠানোর মতো। দেখুন সেই টুইট
এই ভিডিও দেখে বাকিরাও তাদের পোশ্যদের নিয়ে ভিডিও করে সোশ্যালে ছাড়ছেন একের পর এক। কেউ কেউ বলছেন, সত্যিই যদি নখ কাটতে লাগে পোষ্যদের, তাহলে তাঁরা তাদের নখ কাটা বন্ধ করে দেবেন।
আপনি কী নাম দিলেন এই মজার সারমেয়ের?
Click for more
trending news