19 কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার কারণে এই শহরের একটি সংস্থার দুই ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা: ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, বৈদ্যুতিন রিকশা আমদানির মাধ্যমে 19 কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার কারণে এই শহরের একটি সংস্থার দুই ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে।
“ডিআরআই জানতে পেরেছে জিনিয়াক ইনোভেশন ইন্ডিয়া লিমিটেড নামের একটি সংস্থা 150 কোটি টাকার ই-রিকশা কলকাতা বন্দরের মাধ্যমে আমদানি করার পর 19 কোটি টাকা কর ফাঁকি দেন”, ডিআরআই-এর পক্ষ থেকে প্রকাশ করা একটি বিবৃতিতে এই কথা জানানো হয়।
কর ফাঁকি দেওয়ার অভিযোগে ওই সংস্থার দুই কর্তা গোলাম মইনুদ্দিন এবং মুজিবর বিশ্বাসকে গত সোমবার গ্রেফতার করে পুলিশ।
ওই গোয়েন্দা সংস্থা জানায়, ই-রিকশার যন্ত্রাংশ আমদানি করা হচ্ছে বলে ভুলপথে চালিত করে মাত্র দশ শতাংশ শুল্ক দেওয়া হয়েছিল তাদের।
ডিআরআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া জেলায় ওই সংস্থার কারখানায় গিয়েও তল্লাশি চালানো হয়। যদিও সেখানে কোনও রকম যন্ত্রপাতির সন্ধান পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে সংস্থার বিবৃতিতে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)