This Article is From Mar 31, 2019

প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সোনা উদ্ধার হল কলকাতা থেকে

প্রায় সাড়ে ১৬ কেজির ওপর সোনা রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বাজেয়াপ্ত করল ডিআরআই। যার মূল্য প্রায় ৫ কোটি ৩৭ লক্ষ টাকা।

Advertisement
Kolkata

সাড়ে ১৬ কেজি সোনা উদ্ধার। (ছবি প্রতীকী)

কলকাতা:

প্রায় সাড়ে ১৬ কেজির ওপর সোনা রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বাজেয়াপ্ত করল ডিআরআই। যার মূল্য প্রায় ৫ কোটি ৩৭ লক্ষ টাকা। শনিবার এই কথা জানান এক ডিআরআই কর্তা। ২৫ মার্চ, ২৬ মার্চ, ২৮ মার্চ এই তিনদিন তিনটি ভিন্ন ভিন্ন অপারেশন চালিয়ে এই পরিমাণ সোনা উদ্ধার করা হয়। প্রথম অপারেশনটিতে মধ্য কলকাতার একটি হোটেলে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় পাঁচ কেজি সোনা উদ্ধার করা হয়, যার মূল্য ১ কোটি ৬৫ লক্ষ টাকা। পরের অপারেশনটিতে সল্টলেকের এক গেস্ট হাউজ থেকে সাড়ে তিন কেজি মতো সোনা উদ্ধার করা হয় এক ব্যক্তির কাছ থেকে। যার মূল্য ১ কোটি ৯ লক্ষ টাকা।

ঢাকায় বহুতলের অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার বিএনপির বরিষ্ঠ এক নেতা

তৃতীয় অপারেশনটি চালানো হয় বড়বাজার এলাকায়। এখানে ৮ কেজির কিছু বেশি ওজনের সোনা উদ্ধার করা হয়। মূল্য ২ কোটি ৬৩ লক্ষ টাকা। এছাড়া, এখান থেকে নগদ ৭৫ লক্ষ ৩০ হাজার টাকাও উদ্ধার করা হয়। এই ঘটনাগুলির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত।   



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement