CGTN-এর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে দমকলকর্মীরা।
চিনে একটা প্লাবিত নদীতে আটকে পড়া এক গাড়ির চালককে উদ্ধার করলেন দমকলকর্মীরা, আর সেই ভিডিও হল ভাইরাল। চিনা গ্লোবাল টিভি নেটওয়ার্ক (CGTN)-এর শেয়ার করা এই ভিডিওটা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদল দমকলকর্মী মিলিত উদ্যোগে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বন্যার কবল থেকে রক্ষা করতে উদ্যত হয়েছেন। সৌভাগ্যবশত ওই ব্যক্তির গুরুতর চোট লাগেনি।
একটা উত্তাল নদীর মাঝে পাথরে আটকে পড়া গাড়ির মধ্যে থেকে একটা মই ও দড়ির সাহায্যে দমকলকর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করেন। এছাড়াও ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ দাঁড়িয়ে সমগ্র ঘটনাটা ভিডিও করছেন। তাছাড়া আরও একদল দমকলকর্মী তীরে দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করছেন।
উদ্ধারকাজের রুদ্ধশ্বাস ভিডিওটা এখানে দেখে নিন :
ইন্টারনেটে গতকাল ভিডিওটা শেয়ার করা হয়েছে। কমেন্ট সেকশানে সকলেই ওই দমকলকর্মীদের কুর্নিশ জানিয়েছেন।
তবে ওই ব্যক্তি নদীর মধ্যে কীভাবে চলে গেলেন তা এখনও অজানাই রয়ে গেছে।
গত এপ্রিল মাসেও একই ধরনের একটা ঘটনা ঘটেছিল। চিনে একজন মহিলাকে নদীতে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করেন একদল দমকলকর্মী।
Click for more
trending news