Read in English
This Article is From Jun 16, 2018

গাড়ির মালিকের স্ত্রী'কে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত চালকের মৃতদেহ পাওয়া গেল দিঘার হোটেলে

যদিও ওই গাড়ি চালকের আত্মীয়স্বজনরা দাবি করেছেন যে তাঁকে খুন করা হয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

হোটেলের ম্যানেজার জানান ওই চিকিৎসক এবং তাঁর ভাইয়ের সঙ্গে ওই ড্রাইভারের তুমুল বচসা হয়।

কলকাতা: পশ্চিমবঙ্গের দিঘাতে হোটেলের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হল। শুক্রবার পুলিশ জানায় ওই ব্যক্তির বিরূদ্ধে এক গাড়ির মালিকের স্ত্রী’কে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল।  
হাওড়ার বাসিন্দা 30 বছর বয়সী অভিজিৎ দত্ত একজন ডাক্তারের গাড়ি চালিয়ে দিঘাতে গিয়েছিলেন।
অভিজিৎ দত্ত ওই ডাক্তারের গাড়ি চালানোর বরাত পেয়েছিলেন তার মাত্র এক সপ্তাহ আগে।
“হোটেলের ঘর থেকে অভিজিৎ দত্তর মৃতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে আমাদের কাছে”, জানায় পুলিশ।
যদিও ওই গাড়ি চালকের আত্মীয়স্বজনরা দাবি করেছেন যে তাঁকে খুন করা হয়েছে।
“পুলিশ যদি এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তাহলেও আমি মানব না। গতকালই যে মানুষটা এত হাসিখুশি মুখে বাড়ি ছেড়ে গেল, সে আজই কী করে এটা করতে পারে? এই ঘটনাটা ঘটেছে সকালে। আমরা খবর পেয়েছি পুলিশের কাছ থেকে। ওই ডাক্তারের পরিবার এই বিষয়ে আমাদের কিছুই জানায়নি”। মৃতের পরিবারের এক আত্মীয় এই কথা বলেন।
“আমার মনে হয়, এটি একটি খুনের ঘটনা”, যোগ করেন তিনি।
ওই ডাক্তার, যাঁর গাড়ি চালাতেন অভিজিৎ, তিনি দাবি করেছেন, তাঁর বউয়ের শ্লীলতাহানি করেছিলেন তাঁর গাড়ির চালক।   


(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement