This Article is From Jun 27, 2019

সর্ষের মধ্যেই ভূত? মাদক বিরোধী অনুষ্ঠানে যোগ দিলেন মদ্যপ পুলিশ, সাসপেন্ড করা হল তাঁকে

মাদক বিরোধী অনুষ্ঠানে যোগ দিলেন মদ্যপ পুলিশ(Drunk cop), সাসপেন্ড করা হল তাঁকে

সর্ষের মধ্যেই ভূত? মাদক বিরোধী অনুষ্ঠানে যোগ দিলেন মদ্যপ পুলিশ, সাসপেন্ড করা হল তাঁকে
সোনারপুর:

একেই বলে সর্ষের মধ্যেই ভূত! বুধবার মাদক বিরোধী দিবস (anti-drug abuse day) উপলক্ষে মাদকাসক্তদের সচেতন করতে ও নেশার পথ থেকে ফিরিয়ে আনতে দক্ষিণ ২৪ পরগনা জেলায় চলছিল একটি অনুষ্ঠান। আর সেখানেই কিনা মদ্যপ (Drunk) অবস্থায় এক পুলিশ আধিকারিকের (Police) উপস্থিত থাকার অভিযোগ উঠল।পুলিশ সূত্রে খবর,সোনারপুর থানার দায়িত্বে থাকা অসিতবরণ কুইল্যা বুধবার মাদকবিরোধী অভিযান ও অবৈধ পাচারের বিরুদ্ধে হওয়া একটি মিছিলে অংশ নিতে যান। অভিযোগ ওঠে ওই পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় ওই মিছিলে অংশ নেন।জানা গেছে, সেসময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও। ঘটনার কথা স্বীকার করে সোনারপুর থানার এসপি রশিদ মুনি জানান, বৃহস্পতিবার ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড (suspend) করা হয়েছে। আপাতত সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিক কুইল্যার জায়গায় দায়িত্বভার সামলাচ্ছেন ভাঙড় পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সৌগত রায়।

তবে নেশাগ্রস্তদের সচেতন করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্যে যেখানে জেলায় জেলায় সচেতনতা শিবির গড়ে তোলা হচ্ছে সেখানে এক পুলিশ কর্মীর(Police)  ওই কাণ্ড রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই মনে হয়।

.