Read in English
This Article is From Jun 18, 2018

দিল্লী বিশ্ববিদ্যালয়ের এসআরসিসি কলেজে ভর্তির কাট অফের তালিকা প্রকাশিতঃ দেখে নিন

কলা বিভাগে স্নাতক অর্থনীতি সান্মানিক বিভাগের কাট অফের পরিমাণ 0.75% বৃদ্ধি পেয়েছে।

Advertisement
Education

ডিইউ কাট অফ 2018: এসআরসিসি-র প্রথম কাট অফ লিস্ট প্রকাশিত হল

নিউ দিল্লী: দিল্লীর শ্রী রাম কলেজ অফ কমার্স (এসআরসিসি) 2018-2019 শিক্ষা বর্ষে স্নাতক স্তরে ভর্তির প্রথম কাট অফ তালিকা প্রকাশ করল। দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধীন অন্যতম বিখ্যাত কলেজ হল এসআরসিসি, যেখানে কলা সান্মানিক বিভাগে অর্থনীতি বিষয়ের কাট অফ 98.50%। বাণিজ্য সান্মানিক বিভাগে কাট অফ 97.75%। অর্থনীতি বিভাগে গত বছরের তুলনায় কাট অফ বেড়েছে 0.75%। তবে বাণিজ্য বিভাগে কাট অফ গত বছরের তুলনায় বাড়েনি। সেরা নম্বর প্রাপ্ত চারটে বিষয়ের গড় পারসেন্টেজের ভিত্তিতে এই কাট অফ নির্ধারিত হয়েছে।

এছাড়া ডিইউ এর সমস্ত বিষয়ের প্রথম কাট অফ তালিকাও আজ প্রকাশিত হওয়ার কথা।  

গত বছর প্রথম কাট অফ তালিকা 23 শে জুন 2017 তারিখে প্রকাশিত হয়েছিল। এসআরসিসি-র কাট অফ লিস্ট প্রতিবার সংবাদ শিরোনামে আসে এর জনপ্রিয়তা এবং হাই কাট অফের জন্য। 2011 সালে কাট অফ ছিল 100%। 2016 সালে বাণিজ্য সান্মানিক বিভাগে ভর্তির কাট অফ ছিল 98% এবং কলা বিভাগে অর্থনীতি সান্মানিক বিভাগের কাট অফ ছিল 98.25%।  

Advertisement
গত বছর দেশের সেরা কমার্স কলেজে 6ই জুলাই তারিখেই সমস্ত আসন জেনারেল এবং ওবিসি প্রার্থীদের দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তৃতীয় কাট অফে, বাদ বাকী আসনের জন্য কাট অফ নির্ধারিত হয়েছিল 90-95%।


এসআরসিসি কলেজে 2018 শিক্ষাবর্ষে ভর্তির জন্য জরুরী তথ্যঃ
  • গত বছরের তুলনায় এই বছর জেনারেল ক্যাটাগরিতে ভর্তির ক্ষেত্রে কাট অফ নম্বরে 0.5%-1% পরিবর্তন হয়েছে।  
  • ওবিসি ক্যাটাগরিতে বাণিজ্য সান্মানিক বিভাগে 5% কাট অফ বৃদ্ধি পেয়েছে।  প্রার্থীরা যারা 95.50% নম্বর পেয়েছে তারা প্রথম তালিকায় স্থান পেয়েছে।
  • একই ক্যাটাগরিতে কলা বিভাগে অর্থনীতি সান্মানিক বিভাগে কাট অফ বেড়েছে 1%। এই বিষয়ে বছরের কাট অফ 96.75%।
  • একইভাবে এসসি ক্যাটাগরির বাণিজ্য সান্মানিক বিভাগের কাট অফ 92.75% এবং অর্থনীতি সান্মানিক বিভাগের কাট অফ 94.25%। বাণিজ্য বিভাগের কাট অফ বাড়েনি এবং অর্থনীতি বিভাগের কাট অফের পরিমাণ 0.75% বৃদ্ধি পেয়েছে।

বাণিজ্য বিভাগ স্নাতক (সান্মানিক)
  • জেনারেল ক্যাটাগরি: 97.75%
  • ওবিসি ক্যাটাগরি: 95.50%
  • এসসি ক্যাটাগরি: 92.75%
  • এসটি ক্যাটাগরি: 87.50%
  • শারীরিক প্রতিবন্ধী ক্যাটাগরি: 86.75%
  • কাশ্মীরি অভিবাসী: 88.75%


Advertisement
কলা বিভাগ স্নাতক (অর্থনীতি সান্মানিক)
  • জেনারেল ক্যাটাগরিঃ 98.50%
  • ওবিসি ক্যাটাগরি: 96.75%
  • এসসি ক্যাটাগরি: 94.25%
  • এসটি ক্যাটাগরি: 92.50%
  • শারীরিক প্রতিবন্ধী: 94.50%
  • কাশ্মীরি অভিবাসী: 95.50%
 
 
Advertisement