লাখ তিনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
হাইলাইটস
- ওড়িশার বিভিন্ন জেলায় রেলের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিবি
- আজ এবং আগামী কাল হতে চলা পরীক্ষা আপাতৎ নেওয়া হচ্ছে না
- ভূবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, ব্রহ্মপুর, সম্বলপুরে পরীক্ষা হচ্ছে না
নিউ দিল্লি: প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ওড়িশার বিভিন্ন জেলায় রেলের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিবি। রেলে কর্মী নিয়োগের এই নিয়ামক সংস্থা জানিয়েছে আজ এবং আগামী কাল হতে চলা পরীক্ষা আপাতত নেওয়া হচ্ছে না। ভূবনেশ্বর, কটক, ঢেঙ্কানল, ব্রহ্মপুর, সম্বলপুরে পরীক্ষা হচ্ছে না। সবদিক খতিয়ে দেখে নতুন দিন স্থির করা হবে এবং তা আবেদনকারীর নথিভুক্ত করে রাখা মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা বাতিল হওয়ার খবর সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন ভূবনেশ্বরে আরবিবির চেয়ারম্যান।
ভোরেই ওড়িশায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তিতলি। সূত্র বলছে ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই উপকূলবর্তী পাঁচটি জেলা থেকে লাখ তিনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি ওড়িশার চার জেলায় স্কুল কলেজ থেকে শুরু করে অঙ্গনওয়ারি কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার গোপালপুর এবং কলিঙ্গপট্টনমের মধ্যে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। সেটাই ভাবাচ্ছ প্রশাসনকে। আছড়ে পড়ার সময় গোপালপুরে ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় 126 কিলোমিটার। আর কলিঙ্গপট্টনামে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায়
56 কিলোমিটার।