This Article is From Oct 16, 2018

এবার পুজোয় কী করছেন 'খোকাবাবু'র তরী ?

পুজোয় নিজের প্ল্যান থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে এনডিটিভি বাংলার সঙ্গে খোলামেলা আলোচনায় টলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল তৄণা সাহা ৷

এবার পুজোয় কী করছেন 'খোকাবাবু'র তরী ?

তৄণা সাহা

উঠতি টলিউড তারকাদের মধ্যে অন্যতম গ্ল্যামার গার্ল তৄণা সাহা ৷ 'খোকাবাবু' সিরিয়ালে তার চরিত্র তরী দারুন জনপ্রিয়তা পায় ৷ সেই শুরু ৷ তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ একের পর এক সিরিয়াল ও শর্ট ফিল্মে ব্যস্ত থাকতে দেখা গেছে টেলি মিডিয়ার এই গ্ল্যামার গার্লকে ৷ এবার পুজোয় নিজের প্ল্যান থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে এনডিটিভি বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছে তৄণা সাহা ৷   

প্রশ্ন : সারা বছরই তো শুটিংয়ের ব্যস্ততা থাকে তাই পুজোর সময় কী প্ল্যান? 

উত্তর: সারা বছর শুটিং বা যে কাজই করি না কেন পুজোর সময় কোনও কাজ না রাখাই প্ল্যান ৷ এমনিতেই আমি কোনওদিন কোনও প্ল্যান করি না ৷ আপনা থেকেই বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে হঠাত প্ল্যানই সবচেয়ে ভালো বলে মনে করি ৷ কারণ আগে থাকতে কিছু ভেবে রাখার পর সেটা ভেস্তে গেলে খারাপ লাগে ৷ 

ri2r0tq

প্রশ্ন:  পুজোর খাওয়াদাওয়া, স্পেশাল মেনু কী ? কী খেতে ভালোবাস ? 

মেনু বলতে আমি সবকিছু খাই ৷ ভীষণ খেতে ভালোবাসি ৷ বিশেষ করে ডেজ়ার্ট, মিষ্টি, স্ট্রিট ফুড পুজোতে বিশেষ করে খাই ৷ বিরিয়ানি খেতে সবচেয়ে বেশি ভালোবাসি ৷ পুজো মানে নো ডায়েটিং ৷ পুজোর সময় ডায়েটিংয়ের কথা ভাবতেও পারি না ৷ এই সময় যেগুলো খেতে ভালোবাসি বা যেগুলো সবসময় পাওয়া যায় না সেগুলো বেশি করে খাই ৷ পুজোতে কোনও নির্দিষ্ট মেনু নেই ৷ 

প্রশ্ন:  তাহলে অন্য সময় কি ডায়েট মেনে চল ?

উত্তর: (একটু হেসে) আমি ডায়েট একেবারেই মেনটেন করতে পারি না ৷ সাত দিনের জন্য ডায়েট প্ল্যান করলে তিন দিনের পর আর থাকতে পারি না ৷ চার দিনের দিন সেটা নিজের জন্য বন্ধুদের জন্য ভেঙেই যায় ৷ তাই এটা নিয়ে বিশেষ ভাবি না ৷ যখন ভাবার সময় আসবে তখন ভাবব ৷ 

a93cuns8

প্রশ্ন: পুজোর সাজ নিয়ে কিছু বল...

সাজগোজ খুব সিম্পল ও কমফোর্ট রাখতে চাই ৷ কারণ, পুজোয় অনেক ঘোরাঘুরি হয় ৷ অনেকক্ষণ বাইরে থাকি ৷ তাই যেটাতে কমফোর্ট ফিল করি সেরকমই থাকার চেষ্টা করি ৷

প্রশ্ন: খোকবাবু টেলি সিরিয়ালে তরী ভীষণ জনপ্রিয় ক্যারেক্টার ৷ এরপর শর্ট ফিল্মও করছেন, বড় পর্দায় কবে দেখা যাবে বা এরকম কোনও ভাবনা আছে ? 

উত্তর: আমি খুব লাকি যে তরী খুব পপুলার ক্যারেক্টার হয়ে গেছে ৷ তবে তরী থেকে বেরোতে আমার সময় লাগছে ৷ জানি না ঠিক কবে বেরোতে পারব ৷ এর পর কেয়া বলে একটা ক্যারেক্টার করেছি ৷ দুটো শর্ট ফিল্ম, একটা মিউজিক ভিডিও করেছি ৷ কিন্তু এখনও লোকে আমাকে তরী বলেই চেনে বা ডাকে ৷ তরীর পরের ভাবনা এখনও কিছু ভাবিনি ৷ পুজোটা যাক ৷ পুজোয় কাজের ব্যাপারে কিছু ভাবতেও চাই না ৷ পুজোর পরে ভালো কিছুতে হাতে দেব বলে আশা রাখছি ৷ সেইমতো আপডেট দিতে থাকব আপনাদের ৷  

d8qsmj98

প্রশ্ন: টেলি সিরিয়ালের জনপ্রিয় ক্যারেক্টার হয়ে ওঠার জন্য কোনও স্যাক্রিফাইস ? 

উত্তর: কাজের জন্য একটু আধটু সবাইকেই স্যাক্রিফাইস করতে হয় ৷ বন্ধু বা পরিবার যাদের সঙ্গে আমার থাকার কথা ছিল আমিও হয়তো তাদের সঙ্গে থাকতে পারিনি
৷ তবে যাদের টাইম দিতে পারিনি তারাও আমাকে বোঝে ৷ তবে ক্যারিয়্যারের জন্য কিছু হারাতে হয়নি ৷ এবং হারাতে হবে না বলেই মনে করি ৷ 

প্রশ্ন: অভিনয় জগতে আগমন কীভাবে? 

উত্তর: আমি খুব লাকি ৷ হঠাত করে 'খোকাবাবু'তে আসা ৷ এবং সেটা ভীষণ পপুলারও হয়েছে ৷ আমার স্ট্রাগেলিং বলতে খোকাবাবুতে আসার পর ৷ কারণ, আমি অভিনয় জানতাম না, ক্যামরা ফেসিং, তোতলামির সমস্যা ছিল ৷ তিন বছর দিল্লিতে থাকার পর বাংলা ঠিক করে বলতে পারতাম না ৷ তাই বিশাল কিছু স্ট্রাগল করে অভিনয়ে আসিনি ৷ বরং জব পাওয়ার পর ড্র ব্যাকগুলো কাটিয়ে তোলার জন্য স্ট্রাগেল করতে হয়েছে ৷ 

opfh9m28

প্রশ্ন: তিন বছর দিল্লিতে ছিলে, বড় হয়েছ কোথায় ? 

উত্তর: কলকাতাতেই জন্ম ও বড় হয়ে ওঠা ৷ গ্র্যাজুয়েশন পর্যন্ত কলকাতায় ছিলাম ৷ তারপর দিল্লিতে যাই হায়ার স্টাডিজের জন্য ৷ 

প্রশ্ন:অবসর সময়ে কী কর? 

উত্তর: অবসর সময়ে ফিল্ম দেখি ৷ এখন ওয়েব সিরিজের ট্রেন্ড ৷ তাই আমি বিভিন্ন ভাষার সিরিজ দেখি ৷ মোটিভেশনাল বা পজিটিভ বই পড়তেও পছন্দ করি ৷ বন্ধুদের সঙ্গে আড্ডাও দিই ৷ অনেক সময় আবার অবসর সময়ে কিছু করি না ৷ শুধু শুয়ে থাকি ৷ 

mfoghlrg

প্রশ্ন: বিশেষ কোনও বন্ধু? 

উত্তর: আমার বিশেষ কোনও বন্ধু নেই ৷ সব বন্ধুই বিশেষ ৷ তোমরা যেটা বোঝাতে চাইছ সেটা বিয়ের পর আমার স্বামীই হবে ৷ তো সেটা যখন ঠিক হবে তখন সবাইকে  মন খুলে জানাব... ৷ 

প্রশ্ন: প্রতিষ্ঠিত হতে পরিবারের ভূমিকা কতখানি...

উত্তর: শুধু এই ফিল্ডে নয় আনার মনে হয় প্রতিটি ফিল্ডেই বাব মায়ের ভূমিকা থাকে ৷ বাবা মা ছেলেমেয়েদের লেখাপড়া শেখায় সাফল্য দেখতে ৷ সেটা ছেলে হোক বা মেয়ে ৷ আমার মা বাবা চাননি আমি অভিনয় করি ৷ প্রথম দিকে তাঁরা আমাকে সাপোর্টও করেনি ৷ পরে যখন তারা দেখল আমি হয়তো ভালো কাজ করছি এবং এই কাজটাকে ভালোবাসছি তখন তারা আমাকে সাপোর্ট করতে শুরু করল ৷ বাবা মায়ের সাপোর্ট ছাড়া তিন বছর হয়তো এই ফিল্ডে থাকা সম্ভব হত না ৷ তাই অনবরত তাদের সাপোর্ট পাওয়ার জন্য নিজেকে লাকি বলে মনে হয় ৷ 

88cqshl

প্রশ্ন: কাজের জায়গায় পলিটিকস নিয়ে কী বলবে ?

উত্তর: পলিটিকস সব জায়গাতেই থাকে ৷ কেউ সেটাকে কীভাবে নিচ্ছে সেটা তার উপর নির্ভর করছে ৷ আমি এক্ষেত্রে ভীষণ নিউট্রাল ৷ কেউ হ্যান্ডেল করতে পারলে ভালো ৷ না পারলেও ভাবার দরকার নেই ৷ কাজের প্রতি নিজেকে ৫০০শতাংশ দিতে হবে ৷ সব জায়গাতেই পলিটিকস আছে  ৷ শুধু এই ইন্ডাস্ট্রি বলে নয়, আমাদের সবাইকেই কখনও না কখনও পলিটিকসের চাপের মুখে পড়তে হয় ৷ তাই মানিয়ে গুছিয়ে নিতে হয় ৷

প্রশ্ন: কর্মক্ষেত্রে যৌন হেনস্থার কথা হামেশাই শোনা যায়, তোমাকে কী কখনও এসব ফেস করতে হয়েছে ? 

উত্তর: আমি এখনও কোনও সেক্সুয়াল হ্যারাসমেন্টের স্বীকার হইনি ৷ কিন্তু যারা ফেস করছে, একেবারেই শেমফুল সেটা আমাদের ইন্ডাস্ট্রির  জন্য ৷  কয়েক জনের জন্য ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে ৷ ইন্ডাস্ট্রি তো অনেককে নিয়ে তৈরি ৷ তাই এর বদনাম হওয়া ঠিক নয় ৷ আমি এর বিরুদ্ধে ৷ যারা এটা ফেস করেছে আমি তাদের প্রত্যেকের পাশে আছি ৷ লাকিলি আমাকে এসবের মুখোমুখি হতে হয়নি ৷ তবে সবাইকেই বলব কেয়ারফুল থাকতে ৷ এসব এড়াতে কোথায় যাচ্ছ, কাদের সঙ্গে মিশছ তা  নিয়ে মেয়েদের সজাগ থাকতে হবে ৷ যদি কারও সঙ্গে এরকম কিছু হয়ে থাকে তাহলে বলব চুপ না থেকে সবার আগে এর বিরুদ্ধে মুখ খোলা ও উপযুক্ত জায়গায় অভিযোগ
দায়ের করা দরকার ৷ 

u2gucg6g
.