This Article is From Oct 07, 2018

পুজোয় অপরূপা হতে মেনে চলুন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের এই টিপসগুলি

পুজো মানেই পোশাকের ফ্যাশন ৷ তাই ক্যালেন্ডারের পাতায় চোখ রাখার পাশাপাশি সাজগোজের পশরা নিয়ে চলে পুজোর ফ্যাশন ভাবনা ৷ এনিয়ে কথা বলতে গিয়ে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল বললেন, এবারের পুজোয় বাজিমাত করবে হ্যান্ডলুম পোশাক ৷

পুজোয় অপরূপা হতে মেনে চলুন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের এই টিপসগুলি

ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল (ছবি সৌজন্য: প্রতাপ ঘোষ)

হাতে আর এক সপ্তাহ ৷ তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির সেরা উতসব ৷ পুজোর চারটে দিন কে কী পরবেন, কীভাবে নিজেকে অনন্য করে তুলবেন মনের মানুষের কাছে তা নিয়ে চলছে হাজারও জল্পনা ৷ কোন কম্বিনেশনে তাক লাগানো যাবে তা নিয়ে ভাবনার শেষ নেই ছেলেমেয়েদের ৷ যাঁরা এখনও ঠিক করে উঠতে পারেননি পুজোর সেরা কম্বিনেশন বা সেরা সাজ তাঁদের জন্য রইল ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের বিশেষ টিপস ৷ সালওয়ার থেকে পলাজ়ো, কুর্তি থেকে লং স্কার্ট বা চিরন্তনী শাড়ি, কোনটা আপনার জন্য উপযুক্ত সেটাই জানাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ডিজাইনার ৷ 

5clrrbe8

তাঁর মতে, এবারের পুজোর ফ্যাশন ট্রেন্ড হ্যান্ডলুম ৷ যে কোনও রকমের হ্যান্ডলুম ড্রেস কেনার দিকে আগ্রহ বেশি ৷ ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, মেয়েদের শাড়ি এমনকী ছেলেদের কুর্তা সবকিছুতেই হ্যান্ডলুমের ছোঁয়া ৷ বাজারও ছেয়ে গেছে হ্যান্ডলুম ড্রেসে ৷

s2qs7hfg

 মেয়েদের পোশাকের মধ্যে হ্যান্ডলুমের শাড়ি সবচেয়ে বেশি চলছে ৷ এছাড়া ট্রাডিশনালের মধ্যে ইক্কত, পোচমপল্লির বিক্রি বেশি ৷ তবে জর্জেটের শাড়ি তুলনামূলকভাবে কম চলছে এবারের পুজোয় ৷ 

rrh6gr68

এছাড়া জাম্প শ্যুট, ইন্ডিয়ান টেক্সটাইলের গাউন, ক্রপ টপ, বিভিন্ন ধরনের পলাজ়ো - বেশি ঘের, কম ঘের, স্ট্রেট পলাজ়ো বেশ চলছে ৷ সমান তালে পাল্লা দিয়ে চলছে কেপ ৷ তবে পুজোয় অনেকেই বাঙালি ঐতিহ্য বজায় রাখতে চাইলেও শর্ট ড্রেসের চাহিদা কিছু কম নেই ৷    

2h7tiu7

পোশাকের রং - পোশাক তো কিনবেন, রং বাছবেন কীভাবে ? অগ্নিমিত্রা পলের পরামর্শ যদি মেনে চলেন তাহলে ইন্টারন্যাশনাল ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে গোলাপি ও লালের পাশাপাশি কমলা, টেরাকোটার মতো উজ্জ্বল রঙই পুজোয় মানানসই ৷ এবং প্রতিবারের মতো এবারেও এগুলোই চলছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা ৷ 

ji107vj8


মেক আপ - পোশাক তো কিনলেন অনেক ৷ তার সঙ্গে সাজ মানানসই না হলে কিন্তু সব মাটি হয়ে যাবে ৷ তাই এক্ষেত্রেও মেনে চলতে পারেন অগ্নিমিত্রার গাইডলাইন ৷ তাঁর মতে,  পুজোর দিনগুলিতে সকালে দিকে হালকা মেক আপই ভালো ৷ এখন গরম রয়েছে তাই হালকা মেক আপের সঙ্গে সামঞ্জস্য রেখে চুলটা স্টাইল করে বেঁধে নিতে পারেন ৷ আর সন্ধেবেলার সাজ হবে ঠিক উলটো ৷ হেভি বা গ্ল্যামরাস মেক আপ ও সুন্দর হেয়ার স্টাইলেই মাত করে দিতে পারেন আপনি ৷

5iugd31o

এতো গেল এবারের পুজো ট্রেন্ড এবং সাজ ৷ কিন্তু বাঙালির সেরা উতসবে খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারের ঝুলিত স্পেশাল কী আছে ? অগ্নিমিত্রা পলের কথায় "মধুবনী, ইক্কত, প্রিন্টেড পোশাকই তাঁর কাজের বিশেষত্ব ৷ এগুলোর মধ্যে শর্ট, লং ও জ্যাকেট মিলছে ৷ থাকছে ছেলেদের জন্য কুর্তা ও ধুতি ৷" পুজোর সময় একটা দিন অন্তত ফ্যাশন সচেতন ছেলেদের পাঞ্জাবি, পাজামা পরার পরামর্শ দিয়েছে অগ্নিমিত্রা পল ৷ 

.