This Article is From Oct 07, 2018

জেনে নিন ভবানীপুর 75 পল্লীর দুর্গা পুজোর বিশেষ আকর্ষণ

NDTV বাংলার প্রতিনিধির সঙ্গে মহালয়ার ঠিক আগেই ঘুরে দেখুন ভবানীপুর 75 পল্লীর দুর্গা পুজো মণ্ডপ।

Advertisement
Kolkata
কলকাতা:

পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। আগামীকাল মহালয়া। আর তারপর থেকেই প্রতিবারের মতোই এবারেও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বেশ কিছু পুজো মণ্ডপের দ্বার। NDTV বাংলার প্রতিনিধি মহালয়ার ঠিক আগেই ঘুরে এলেন ভবানীপুর 75 পল্লীর দুর্গা পুজো মণ্ডপ। কথা বললেন শিল্পী বিমান সাহা ও মণ্ডপের উদ্যোক্তা মলয় দে-এর সঙ্গে। খুঁটিয়ে দেখলেন শেষ মুহূর্তের প্রস্তুতি। 

খুদেদের হাত ধরে আসছেন দেবী দুর্গা

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো ভবানীপুর 75 পল্লী। 54 তম বছরে ভবানীপুরের 75 পল্লীর দুর্গা পুজোর থিম তৈরি হয়েছে হারিয়ে যাওয়া শৈশবকে কেন্দ্র করে। পুজো মণ্ডপের উদ্যোক্তারা জানিয়েছেন মণ্ডপের দেওয়ালে দেখা যাবে লাট্টু, ঘুড়ি ইত্যাদি খেলার সামগ্রী যা ছিল আমাদের শৈশব জুড়ে কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। 

Advertisement

দিয়ে দেওয়া টাকা ফিরিয়ে নেব কী করে? হাইকোর্টের নির্দেশের পর মন্তব্য মুখ্যমন্ত্রীর

শিল্পী বিমান সাহা জানালেন কাজ শুরু হয়েছে জানুয়ারি মাসে থেকে যা মহালয়ার মধ্যে তাঁরা শেষ করে ফেলতে পারবেন বলেই বিশ্বাস করেন। 

Advertisement

দুর্গা পুজোয় কোথায় ঠাকুর দেখবেন, কোন পুজোর কী থিম, কোথায় কেমন ভিড় হবে, রাস্তায় কেমন যানজট থাকবে সমস্ত আপডেট পেতে চোখ রাখুন NDTV বাংলার পেজে। 

হলিডে ইনের সোশ্যাল কিচেনে এবার শোভাবাজার, সাবর্ণ রাজবাড়ির জমিদারি খাবার

Advertisement