This Article is From Oct 07, 2019

Durga Puja 2019: জগৎ মুখার্জি পার্কের পুজো উদ্বোধনে জুহি চাওলা, দেখুন ছবি

Durga Puja 2019: সেই ভুবন ভোলানো হাসি আবারও প্রত্যক্ষ করল শহর। বৃহস্পতিবার জগৎ মুখার্জি পার্কের পুজোয় এসেছিলেন জুহি চাওলা। 

Durga Puja 2019: জগৎ মুখার্জি পার্কের পুজো উদ্বোধনে জুহি চাওলা, দেখুন ছবি

Durga Puja 2019: জগৎ মুখার্জি পার্কের পুজোর উদ্বোধনে জুহি চাওলা।

সেই কবে আটের দশকের শেষে তাঁর হাসিতে মুগ্ধ হয়েছিল কলকাতা। সময় পেরিয়েছে। বদলে গিয়েছে সব কিছু। বদলায়নি জুহি চাওলার হাসি। ‘কয়ামত সে কয়ামত তক' ছবির নায়িকার সেই ভুবন ভোলানো হাসি আবারও প্রত্যক্ষ করল শহর। বৃহস্পতিবার পঞ্চমীর দিন জগৎ মুখার্জি পার্কের পুজোয় এসেছিলেন নায়িকা। এবার এখানকার পুজোর থিম ২২১৮ সালের মানবজীবন। দুশো বছর পরের পৃথিবীকে দেখতে হলে আসতেই হবে এখানে। আপাতত দেখে নিন উদ্বোধনের ঝলক। 

7f2lp1r

আসমুদ্রহিমাচল আজও মুগ্ধ এই হাসিতে।

obs7s4go

জুহি চাওলার সঙ্গে কেকেআর-এর খেলোয়াড়রাও উপস্থিত হয়েছিলেন। 

.