তাদের এই বারের থিম- 2218 সালের মানবজীবন।
কলকাতা: কাল বয়ে যায়। তার মধ্যে দিয়েই নিজের মতো করে টিকে থাকে মানুষ। নিজেদের লড়াইগুলো নিয়ে, নিজেদের আবেগগুলো নিয়ে, নিজেদের জেতা এবং হারাগুলো নিয়ে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 2018 সালে। কেমন হবে আজ থেকে দুশো বছর পরের সময়টা?
এই প্রশ্নের উত্তর নিরন্তর খুঁজে চলেছে এই পৃথিবীর বহু বিজ্ঞানী ও গবেষকরা। দুশো বছর বাদে কী হতে পারে? মঙ্গলে তৈরি হবে আরেকটা সাউথ সিটি আর চাঁদে তৈরি হবে নতুন কোনও ম্যাডিসন স্কোয়্যার? মানুষ কি নির্দ্বিধায় বেঁচে থাকবে দেড়শো-দুশো বছর? জয় করে ফেলবে সমস্ত জরাকে?
এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে কালের গভীরে। এবং, এই প্রশ্নগুলিরই উত্তর খোঁজার চেষ্টা করেছে জগৎ মুখার্জি পার্কের পূজা কমিটি।
তাদের এই বারের থিম- 2218 সালের মানবজীবন। কেমন হতে চলেছে সেই পুজো? কতটা আকর্ষিত করতে পারবে তা দর্শণার্থীদের? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ থেকেই!
এখানে দেখুন: