This Article is From Oct 11, 2018

পুজোর কোন দিনে কী সাজ, রইল মেক আপ আর্টিস্টের টিপস

বোধনের বাকি আর মাত্র কয়েকটা দিন৷ প্রতিমার গায়ে শেষ তুলির টান দিচ্ছেন শিল্পীরা৷ এরই মাঝে পোশাকের কম্বিনেশন ও মানানসই মেক আপ নিয়ে এনডিডিভি বাংলার দর্শকদের পরামর্শ দিলেন টালিগঞ্জের নাম করা মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জি ৷

পুজোর কোন দিনে কী সাজ, রইল মেক আপ আর্টিস্টের টিপস

মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জি

পুজো মানেই আনন্দ, পুজো মানেই মনে প্রেম, পুজো মানেই খাওয়াদাওয়া আর সাজগোজ ৷ পুজোয় সাজগোজ ঠিক কেমন হলে পাঁচ জনের চোখে আপনি হয়ে উঠবেন অনন্য ৷ তা নিয়েই টিপস দিলেন বিশিষ্ট মডেল মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জি ৷

 

s340u81

তাঁর মতে, ৩৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স সেইসব মহিলারা সবাই সন্ধের দিকে রঙিন শাড়ি পরতে পারেন ৷ এখন গাউনেরও খুব চল হয়েছে ৷ ৫০ এর উপরে যাঁদের বয়স তাঁরা অবশ্যই শাড়ি পরবেন ৷ কিন্তু, ফিগার অনুযায়ী গাউন ও প্যারালালও চলতে পারে৷

rtd17jc8

৩৫-এর নীচে যাঁদের বয়স তাঁরা শর্ট স্কার্ট, লং স্কার্ট, শর্ট প্যান্ট, টর্ন জিন্স, বিভিন্ন ধরনের জিনস ৷ নটেড টপস সবই চলতে পারে ৷ শাড়ি ছাড়া লেহেঙ্গাও খুব চলছে ৷ 

 
sqsmmvvo


অষ্টমীর অঞ্জলী ২৫-এর উপরে যাঁদের বয়স তাঁরা অবশ্যই লাল অথবা লাল-সাদা শাড়ি ৷ বিবাহিতরা সঙ্গে সোনার গয়না ৷ অবিবাহিতরা ফেক গয়না, টেরাকোটা, থ্রেড, সিলভার, ম্যাট মেটাল, স্টোনের গয়না ইত্যাদি পরতে পারেন ৷

aidqu10g

তবে শাড়ি বা  যে ধরনের ড্রেসই পরুন না কেন ৷ মেক আপ কিন্তু চড়া নয় ৷ বরং এখন হালকা মেক আপের চল ৷ সঙ্গে লাল লিপস্টিক ৷ রেড লিপস এখন ফ্যাশন ইন বলে জানিয়েছেন কেয়া মুখার্জি ৷

jr6vm8qo


শাড়ি আর গয়নার পাশাপাশি চুলও রাখতে হবে পরিপাটি ৷ মেক আপ আর্টিস্ট কেয়া মুখার্জির কথায়, আজকাল চুল নিয়ে ছেলেরা এবং মেয়েরা সবাই খুব সচেতন ৷

n2t8ohso

মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের শর্ট, লং, লেয়ার, শর্ট কাটসের মধ্যে বিভিন্ন ধরনের ইনভার্টেট ব্লান্ট, ইনভার্টেড ওয়েজ ব্লান্ট সবই চলছে ৷ হেয়ার স্টাইলে লং হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, অথবা সফট কার্লস, ও বিভিন্ন ধরনের কালার ও কিছু ফাঙ্কি কালার এখন ভীষণই ফ্যাশন ৷

kfm1efg

একইভাবে ছেলেদের মধ্যে ইউরোপিয়ান ফুটবলার কাট চলছে৷ সেইসঙ্গে হেয়ার কালার এবং কালো ও রঙিন ট্যাটুও ফ্যাশন ইন বলে জানিয়েছেন কেয়া মুখার্জি৷
  

.