ঢাকের তালে দুললেন পরমব্রত-রুদ্রনীল
অষ্টমীর অঞ্জলি আর সন্ধিপুজোয় ঢাকের বোল তোলা--- সমস্ত বাঙালি পুরুষের প্যাশন। সেই প্যাশন এবছরের পুজোয় দ্বিগুণ হবে ব্যোমকেশ এবং তাঁর অভিন্ন সঙ্গী অজিতের সৌজন্যে। সম্প্রতি, ডলার ইন্ডাস্ট্রি আয়োজিত ১০ তম 'পুজোর ছন্দে মাতো আনন্দে' (Pujor Chhonde Mato Anonde) উদ্যোগে আইসিসিআর সভাগৃহে এসেছিলেন টিম 'সত্যান্বেষী ব্যোমকেশ' (Satyanweshi Byomkesh)। উপস্থিত ছিলেন 'ব্যোমকেশ' পরমব্রত চট্টোপাধ্যায়, 'অজিত' রুদ্রনীল ঘোষ, আয়ুষী তালুকদার। উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-এর আঞ্চলিক অধিকর্তা গৌতম দে। সেই অনুষ্ঠানে হাতের কাছে ঢাক পেতেই লোভ সামলাতে পারলেন না দুই দোস্ত। কাঁধে ঢাক তুলে নিয়ে নাচের ছন্দে পেশাদারি ঢাকিদের মতোই বোল তুললেন পরম-রুদ্র। দুই তারকার এই নয়া রুপে মুগ্ধ সমস্ত দর্শক। হাসিমুখে দেখছেন অভিনেত্রী আয়ুশীও।
অনস্ক্রিন গোয়েন্দা এবং সহকারির এই ঢাকে কাঠি দেওয়ার পেছনে কিন্তু অন্য রহস্যও লুকিয়ে। প্রতিবছরের মতো ডলার সম্মানিত করবে শহরের 'সেরা পাড়া ঢাকি', 'সেরা পাড়া শঙ্খবাদক', 'সেরা পাড়া ধুনুচি নাচ'। সেই উদ্যোগের আগাম ঘোষণায় জমায়েত হয়েছিলেন সবাই। সেখানে সংস্থার ভাইস প্রেসিডেন্ট ভেদিকা গুপ্তা জানান, গত ১০ বছর ধরে এই উদ্যোগে সামিল। এবছর পাঁচটি পরিবেশবান্ধব পুজোকে আলাদা সম্মান জানানো হবে। এবছর পুজোয় অংশ নিয়েছেন ব্রহ্মপুর নিভা পার্ক ফেজ ৩, নাকতলা পল্লিমঙ্গল সমিতি, নিউ সন্তোষপুর আদি দুর্গোৎসব কমিটি, বেহালা প্লেয়ার্স কর্নার, চেতলা সার্বজনীন, সুবোধ মল্লিক স্কোয়্যার সহ মোট ২৫টি পুজো কমিটি।
ডলার বিগ বসের গাড়ি ৪-৭ অক্টোবর এই তিনদিন ঘুরে দেখবে সমস্ত পুজো। প্রতিযোগিতার পর বেছে নেবে সেরাদের। প্রত্যেক বিভাগের সেরা তিনজনকে দেবে আর্থিক পুরস্কার। সেরা পুজো কমিটিদের হাতে তুলে দেবে মেমেন্টো। ডলারের এই ঘোষণার পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় উপস্থিত দর্শকদের জানান সায়ন্তন ঘোষালের আগামী ছবি 'সত্যান্বেষী ব্যোমকেশ'র কথা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'মগ্ন মৈনাক' উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল। পরমব্রত-রুদ্রনীল ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে গার্গী রায়চৌধুরী, অঞ্জন দত্ত সহ একমুঠো তারকাকে। গ্রিনটাচ এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি এই ছবির ফার্স্ট লুক বেরিয়েছিল চলতি বছরের ২৬ অগাস্ট। ছবি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর।
দেখুন পুজোর ভিডিও: