This Article is From Oct 05, 2019

Durga Puja 2019: উদ্বোধন হল ৭১-এর পল্লি সার্বজনীন দুর্গোৎসবের, মা এলেন ‘সরা’য়

Durga Puja 2019: পঞ্চমীর বিকেলে উদ্বোধন হয়ে গেল ৭১ পল্লি সর্বজনীন দুর্গোৎসবের (71 Palli Sarbojonin Durgotsab)।

চিরন্তনী ডাকের সাজে সাজানো হয়েছে প্রতিমাকে।

বুকের মধ্যে বেজে উঠেছে আগমনী বার্তা। মা আসছে। বাঙালির অন্যতম সেরা উৎসবকে (Durga Puja) কেন্দ্র করে সেজে উঠেছে কলকাতাসহ গোটা রাজ্য। একে একে শুরু হয়ে গিয়েছে পুজো উদ্বোধন। পঞ্চমীর বিকেলে উদ্বোধন হয়ে গেল ৭১ পল্লি সর্বজনীন দুর্গোৎসবের (71 Palli Sarbojonin Durgotsab)। বৃহস্পতিবার বিকেলে পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়, আনন্দ পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুশোভন অধিকারী। গত ২০ বছর ধরে পুজোর হাল ধরেছেন অঞ্চলের মহিলারা।

Durga Puja 2019: চালতাবাগান দুর্গাপুজোয় ‘ঢাকে পড়ল কাঠি', উপস্থিতি রাজ্যপাল-সাংসদ-তারকা

chk0ls4o

পুরাণ বলছে, নারী মানেই লক্ষ্মী-স্বরূপিনী। সেই কথা মাথায় রেখেই সম্ভবত এবছরে পুজোয় সরা-য় ধরা দিচ্ছেন মা।

rb5d5na

চিরন্তনী ডাকের সাজে সাজানো হয়েছে প্রতিমাকে। আর মণ্ডপ জুড়ে রয়েছে সরা শিল্পের ছোঁয়া।

একসময় এই বাংলার ঘরে ঘরে লক্ষ্মীপুজো হত সরায়। সেদিন আর নেই। সরার আদর-কদর প্রায় বিলুপ্তির পথে। এই মণ্ডপের সজ্জায় সেই সরাকেই ফিরিয়ে আনা হয়েছে নতুন করে।

tr5425

সরা ও হাতপাখা দিয়ে সাজানো হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপ তৈরি করা হয়েছে শীতলপাটি দিয়ে।

i9ffnm28

মণ্ডপের আদলে এগজিবিশনের থিম। দেবভাষা আর্ট গ্যালারির সহযোগিতায়। রয়েছে সরার প্রদর্শনী। ১৩ বাই ১৩ মাপের ২৫টি সরায় তুলি ধরেছেন কলকাতার প্রথিতযশা শিল্পীরা ও  বিশ্বভারতীয় ছাত্ররা।

56nq2gsg

মায়ের বিসর্জনের পরে এই সরা নূন্যতম মূল্যে কিনতে পারবেন। প্রদর্শনী চলবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। সেই টাকা জমা হবে পুজো কমিটির ফান্ডে। পুজোর সভাপতি ডা. রামকৃষ্ণ দত্ত রায়। এবার এই পুজোর ৫৩তম বর্ষ।

ভিডিও দেখুন

.