This Article is From Oct 03, 2019

পুজোয় শহরে কড়া নিরাপত্তা, থাকছে সিসিটিভি, ড্রোনের নজরদারি

Durga Puja in Kolkata: বর্তমান বাহিনী ছাড়াও, বিসর্জন পর্যন্ত অতিরিক্ত ৬,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে বলে জানান এক আইপিএস আধিকারিক

পুজোয় শহরে কড়া নিরাপত্তা, থাকছে সিসিটিভি, ড্রোনের নজরদারি

Durga Puja: পুজোর কটাদিন জনসমুদ্রে ভেসে যাবে শহর কলকাতা

কলকাতা:

পুজোর কটাদিন (Durga Puja) জনসমুদ্রে ভেসে যাবে শহর কলকাতা (Kolkata)। বিভিন্ন প্রান্তে প্রচুর মানুষের সমাগম হয় শহরে। আর সেই কারণেই, পুজোর চারটেদিন কলকাতাকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার ঘেরাটোপে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের (Kolkata Police) এক পদস্থ কর্তা জানান, পুজোর কটাদিন চলবে ড্রোন এবং সিসিটিভির মাধ্যমে নজরদারি, পাশাপাশি প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ারও মোতায়েন করা হচ্ছে। বর্তমান বাহিনী ছাড়াও, বিসর্জন পর্যন্ত অতিরিক্ত ৬,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে বলে জানান এক আইপিএস আধিকারিক। তিনি বলেন, “এবারের দুর্গাপুজোয় শহরে নজরদারির জন্য অতিরিক্ত পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ”। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকছেন সিভিক ভলেন্টিয়াররাও।

দেখুন শহর কলকাতার কয়েকটি দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমা

শুক্রবার থেকে, পুজো উপলক্ষ্যে ড্রোন মোতায়েন করার পাশাপাশি সিসিটিভির মাধ্যমেও নজরদারি চালাবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ওই পদস্থ আধিকারিক।  তিনি বলেন, “শহরের প্রবেশ এবং বেরোনোর পথে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, এছাড়াও পাশ্ববর্তী জেলা, যেগুলি রাজ্যপুলিশের আওতায় রয়েছে, সেখানেও নিরাপত্তা বাড়ানো হয়েছে”।  দুর্গাপুজো চলাকালীন কোনও জঙ্গি হামলার হুমকি রয়েছে কিনা, সে প্রশ্নের উত্তরে ওই আধিকারিক জানান, “এইসময় স্পর্শকাতর পরিস্থিতিতে আমকা নিরাপত্তার বাড়তি ব্যবস্থা করেছি”।

পুজোর সময় কেমন থাকবে ট্রাফিক,কী বলছে ট্রাফিক ডিপার্টমেন্ট জেনে নিন

তিনি আরও বলেন, “প্রত্যেকটি মেট্রো স্টেশনে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে, শহরের প্রতিটি রাস্তাতেও রয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। সাধারণ পোশাকের পুলিশকর্মীরাও রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন”।

প্রায় ২৫টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড এবং মোবাইল ভ্যান ঘুরবে শহর জুড়ে, এবং প্যান্ডেলে ঘুরে বাড়ানো দর্শনার্থীদের ওপর নজর রাখতে ৪৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে বলে জানান কলকাতা পুলিশের ওই পদস্থ আধিকারিক।

দুর্গাপুজোর সময়, সাধারণ মানুষকে কলকাতার ট্রাফিক সম্পর্কে তথ্য দিতে, এবাল গুগুলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কলকাতা পুলিশ। কোনওরকম সমস্যা ছাড়াই যাতে এক পুজো মণ্ডপ থেকে আরেকটি পুজো মণ্ডপে দর্শনার্থীরা যেতে পারেন, তারজন্য ট্রাফিক ব্যবস্থা দেখা যাবে গুগুল ম্যাপে।  

সুষ্ঠুভাবে যাতে দর্শনার্থী এবং পুজোপ্রেমীরা শহরের পুজো উপভোগ করতে পারেন, তারজন্য সবরকম পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.