This Article is From Oct 05, 2019

 Durga Puja 2019: চালতাবাগান দুর্গাপুজোয় ‘ঢাকে পড়ল কাঠি’, উপস্থিতি রাজ্যপাল-সাংসদ-তারকা

চতুর্থীতে উন্মাদনার পারদ আরও একধাপ চড়িয়ে বুধবার অর্থাৎ আজ রাজ্যপাল জগদীপ ধনকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে শুভ উদ্বোধন হল পুজো কমিটির আরেক বিশেষ উৎসব ঢাকে পড়ল কাঠি-র।

Durga Puja 2019: চালতাবাগান দুর্গাপুজোয় ‘ঢাকে পড়ল কাঠি’তে সেলফি মুডে

কলকাতা:

দিন গড়িয়ে মাসের পরে বছর আসে ঘুরে, শরৎ ঋতু এলে দ্বারে মাকে মনে পড়ে--- সারা বছরের অপেক্ষা সার্থক যখন মহালয়া পেরিয়ে, দেবীপক্ষকে আবাহন জানিয়ে যখন ঢাকে পড়ে কাঠি। মহালয়ার আগের সন্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রতিমার উদ্বোধন করে বাঙালির সেই আবেগ উস্কে দিয়েছে মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গোৎসব কমিটি (Chaltabagan Durga Puja)। সভাপতি সন্দীপ ভূতোরিয়ার তত্ত্বাবধানে এবছর পুজো পা রেখেছে ৭৭ তম বর্ষে। চতুর্থীতে উন্মাদনার পারদ আরও একধাপ চড়িয়ে বুধবার অর্থাৎ আজ রাজ্যপাল জগদীপ ধনকার (Governor Of WB) সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে শুভ উদ্বোধন হল পুজো কমিটির আরেক বিশেষ 'উৎসব ঢাকে পড়ল কাঠি'-র (Dhak Utsav)।

q45a99d8

প্রতিবছরের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকেন সমসাময়িক রাজ্যপাল। গত বছর এসেছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। এবছর প্রদীপ জ্বালিয়ে, ঢাকে কাঠি ছুঁইয়ে শুভ সূচনা করেন বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যবাসীকে শারদীয়ার প্রীতি-শুভেচ্ছা জানানোর পাশাপাশি বললেন, ভারত, পশ্চিমবঙ্গ সমস্ত জাতি-ধর্মের মিলনক্ষেত্র। উৎসবের সময়েও এই কথা সবাইকে মাথায় রাখতে হবে। উৎসবে যাতে আপামর জনসাধারণ আনন্দে মেতে উঠতে পারেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে রাজ্যবাসীকেই। 

tekfdgug

উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল ও শাসকদলের সাংসদ-তারকা দেব অধিকারী।

55dovhj

দেবের সঙ্গে দেখা গেছে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে। এই প্রথম কোনও উৎসব মঞ্চে, বিশেষ করে দুর্গাপুজোর অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল বিজেপি-তৃণমূলের প্রতিনিধিদের। যেভাবে দল বদল ঘটছে তাতে দেব-রূপার এই একান্ত আলাপচারিতা, হাতমেলানো-- প্রশ্ন তুলেছে অনেকের মনেই। তাহলে কি পালাবদল ঘটছে বিজেপির ভেতরেও?

can5cqh8

উপস্থিত ছিলেন এবছরের দুর্গাপুজোর সেরা আকর্ষণ মিতিন মাসি কোয়েল মল্লিক।

591okql8

মঞ্চ জুড়ে তখন লালপেড়ে গরদে সেজে মহিলারা ধুনুচি নাচ মগ্ন। 

k941k43g

চলছে শঙ্খবাদন।

9q66s9q8

বড়দের পাশাপাশি ঢাক বাজাতে ব্যত খুদে গোলাপি পরিও। 

min9cl6

এসেছিলেন ফুটবলের জীবন্ত কিংবদন্তী পিকে বন্দ্যোপাধ্যায়। 

9gsqim2o

অনুষ্ঠান শেষ হয় দেবী বন্দনায়। 

gmv12ppg

ঢাকে পড়েছে কাঠি। অতএব, চল বেটা সেলফি লে লে রে! পরিচালনায় অরিন্দম শীল। বাদ যাননি রাজ্যপালও!

.