Durga Puja 2019: দুর্গাপুজোর ভোজ
কলকাতা: খালি রেস্তোরাঁতেই পুজোর সময় ভালোমন্দ খানাপিনা মেলে? একেবারেই না। মহালয়া থেকে দশমী, অর্থাৎ মহা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত রকমারি আহারে ভরিয়ে দিতে নিক্কোপার্কের (Nicco Park) আয়োজন দুর্গাপুজোর ভোজ (Durga Pujor Bhoj)। ২৮ সেপ্টেম্বর থেকে এই ভোজনপর্ব শুরু হবে। চলবে দশমী পর্যন্ত। দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটে অবধি বিনোদন পার্কের বোলার্স ডেন (Bowler's Den) খোলা থাকবে খাদ্যরসিকদের জন্য।
Durga Puja 2019: একশোয় ১১০ কেজি রূপোর প্রতিমা, ‘অপরূপা বাংলা মা' কামারডাঙায়
খালি রেস্তোরাঁতেই পুজোর সময় ভালোমন্দ খানাপিনা মেলে? একেবারেই না। মহালয়া থেকে দশমী, অর্থাৎ মহা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত রকমারি আহারে ভরিয়ে দিতে নিক্কোপার্কের (Nicco Park) আয়োজন দুর্গাপুজোর ভোজ (Durga Pujor Bhoj)। ২৮ সেপ্টেম্বর থেকে এই ভোজনপর্ব শুরু হবে। চলবে দশমী পর্যন্ত। দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটে অবধি বিনোদন পার্কের বোলার্স ডেন (Bowler's Den) খোলা থাকবে খাদ্যরসিকদের জন্য।
Durga Puja 2019: আধুনিক ঘরানায় ঐতিহ্যের বন্দনায় নেতাজি-র শিমলা ব্যায়াম সমিতি
এবার জানুন মেনুর খবর। পুজোর কদিন যাঁরা মাছ-মাংস ছোঁন না তাঁদের জন্য শেরুর মহাভোজ থালিতে থাকছে এলাহি আয়োজন। লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, ভাত, সবজি, বাসন্তী পোলাও, ছানার ডালনা, পাঁপড়, চাটনি, ল্যাংচা, মালাই চমচম আর মিষ্টি পান। আর যাঁরা মাছ-মাংস খাবেন তাঁদের ডবল লাভ। এই মেনুর সঙ্গে উপরি পাওনা চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুড়ি, পাঁঠার মাংস!
Durga Puja 2019: ৯০-এ নটআউট আমিনিয়া বিরিয়ানি, কাবাব, ফিরনিতে (পর্ব ১)
ট্য়াক্স সমেত ভেজ থালির খরচ সাড়ে তিনশো টাকা। নন ভেজ ৫৫০ টাকা। পুজোর সময় পকেটস্থ দামেই মহাভোজের আয়োজন...কী বলেন?