This Article is From Oct 05, 2019

Durga Puja 2019: ১৫০ বছরের পুরনো কুমিল্লার চক্রবর্তী বাড়ির পুজোর কয়েক ঝলক

Durga Puja: এই পুজো শুরু হয়েছিল দেড়শো বছর আগে বাংলাদেশের কুমিল্লা জেলায়। স্বাধীনতার পরে চক্রবর্তীরা চলে আসেন কলকাতায়। পুজো কিন্তু বন্ধ হল না।

Durga Puja 2019: ১৫০ বছরের পুরনো কুমিল্লার চক্রবর্তী বাড়ির পুজোর কয়েক ঝলক

১৫০ বছরের পুরনো কুমিল্লার চক্রবর্তী বাড়ির এই পুজো দেশভাগের পর থেকে হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে।

কলকাতার পুজো (Kolkata Durga Puja) মানে কেবল থিম পুজো নয়। বারোয়ারি পুজোর সমান্তরালে গোটা রাজ্যের অন্য অঞ্চলের মতো এখানেও বহু পারিবারিক পুজোর প্রচলন রয়েছে। যেমন চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো। এই পুজো শুরু হয়েছিল দেড়শো বছর আগে বাংলাদেশের কুমিল্লা (Comilla) জেলায়।

তখন অবশ্য বাংলাদেশ হয়নি। স্বাধীনতার পরে চক্রবর্তীরা চলে আসেন কলকাতায়। পুজো কিন্তু বন্ধ হল না। খড়গপুরে শুরু হল সেই পুজো। ক্রমে আনন্দ পালিত রোড, ইন্ডিয়ান মিরর স্ট্রিট, বরাগনগর হয়ে এখন এই পুজো হয় মেট্রোপলিটন কোঅপারেটিভ সোসাইটিতে। রইল সেই বনেদি পুজোর কয়েক ঝলক।

Durga Puja 2019: পুজোয় মাতল ব্রিটেন, ম্যাডক্স স্কোয়ারের ছায়া বার্কশায়ারে

2iat263

১৫০ বছরের পুরনো এই পুজো।

buijfpeg

চলছে প্রতিমাকে সাজানো।

23vk02q

চক্রবর্তী বাড়ির প্রতিমা।

eu7ifam8

এই পুজো শুরু হয়েছিল দেড়শো বছর আগে বাংলাদেশের কুমিল্লা জেলায়।

afpl0oh

দেশভাগের পর কুমিল্লার এই পুজো প্রথমে হত খড়গপুরে।

দেখুন ভিডিও p>

.