Durga Puja: সুদূর মেলবোর্নের (Melbourne) দুর্গাপুজো।
মা এসেছেন। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উৎসবে মেতে উঠেছে শহর (Kolkata Durga Puja)। কিন্তু কলকাতা তথা রাজ্যের বাইরে যাঁরা থাকেন তাঁদের কাছে কেমন করে ধরা দেয় পুজোর (Durga Puja) গন্ধ। তার খানিক আভাস মিলবে এই পুজোর ছবিগুলিতে। সুদূর মেলবোর্নের (Melbourne) দুর্গাপুজো। অস্ট্রেলিয়ার এই শহরেও বাঙালির অভাব নেই। মেলবোর্ন ওয়েস্টার্ন সাব আর্বসের একটা ছোট স্কুলে এই পুজো হচ্ছে।
শহর থেকে বেশ খানিকটা দূরে। স্কুলের কমিউনিটি হলে হচ্ছে দুর্গাপুজো। চারদিক বেশ রীতিমতো নির্জন। শান্ত প্রকৃতির ছোঁয়া। কিন্তু হলের মধ্যে মানুষের গমগমে উপস্থিতি। প্রবাসী বাঙালিরা জমায়েত হয়েছেন এই পুজোয়।
বড় হলঘরের একপ্রান্তে দুর্গাপ্রতিমা। আর চারপাশে পুজো উপলক্ষে জড়ো হওয়া বাঙালির দল। আড্ডা-হাসি-গল্পে মশগুল। কে বলবে এটা কলকাতা নয়?
স্কুলের কমিউনিটি হলে হচ্ছে দুর্গাপুজো।
শহর থেকে বেশ খানিকটা দূরে এই স্কুল।
হলের মধ্যে মানুষের গমগমে উপস্থিতি।