This Article is From Oct 03, 2019

Durga Puja 2019: উদ্বোধনে মুখ্যমন্ত্রী, সংঘশ্রীর পুজোয় ‘সবার উপরে মানুষ সত্য’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার যেকটি পুজো উদ্বোধন করেন এটি তার মধ্যে অন্যতম। এবছরের থিম সবার উপরে মানুষ সত্য।

Durga Puja 2019: উদ্বোধনে মুখ্যমন্ত্রী, সংঘশ্রীর পুজোয় ‘সবার উপরে মানুষ সত্য’

Durga Puja 2019: সংঘশ্রীর পুজোয় ‘সবার উপরে মানুষ সত্য’

কলকাতা:
কালীঘাটের সংঘশ্রী পুজো ( Shanghadshree Puja) দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম। এবছর এই পুজো পা রাখল ৭৪ বছরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণ কলকাতার যেকটি পুজো উদ্বোধন করেন এটি তার মধ্যে অন্যতম। এবছরেও মমতা তৃতীয়ায় (Tritiya) উদ্বোধন করেছেন এই পুজোর। এবছরের থিম 'সবার উপরে মানুষ সত্য'। 
j9015ppo

থিম মেনে মণ্ডপের গায়ে অসংখ্য বুদ্ধ মূর্তি। মোটিফে শ্রমজীবী মানুষের কথা। বাংলার সেরা মনীষীরা উঠে এসেছেন সোনালি মূর্তিতে।

mosa2fcg

রয়েছে পিংলার পটচিত্র। মণ্ডপে পা রাখলেই বাঁশিতে দেশ রাগের সুর শুনতে পাবেন দর্শকেরা। বাজিয়েছেন সংকেত বন্দ্যোপাধ্যায়। পঞ্চমী, ষষ্ঠীতে পাড়ার ছোটরা আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। থাকছেন বুলবুল কুণ্ডু, বাংলা ব্যান্ড।

86hvpgg8

প্রতিমা বানিয়েছেন শিল্পী সাত্যকি শূর। আলো এসেছে মেদিনীপুর থেকে। বিভিন্ন রকমের আলোকসজ্জা দেখা যাবে। একদিকে আলোয় তৈরি হয়েছে আইফেল টাওয়ার। অন্যদিকে ভিক্টোরিয়া গেট।

gimnsadg

পুজো কমিটির সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানালেন, সপ্তমী থেকে প্রতিবছর অঞ্চলের বাসিন্দারা পাত পেড়ে খান প্রতিদিন। সপ্তমীতে খিচুড়ি ভোগ, অষ্টমীতে সাদা পোলাও, নবমীতে হলুদ পোলাও ভোগ খাওয়ানো হয়।  রোজ রাতে শীতল ভোগ হিসেবে ঘরে ঘরে পৌঁছে যায় লুচি, ছোলার ডাল, আলুর দম ইত্যাদি। মাকেও তিন দিনে অন্ন ভোগের পাশাপাশি নানা রকমের মিষ্টি ভোগ দেওয়া হয়.

.