Kolkata Durga Puja: পুজো উদ্বোধনে মিমি চক্রবর্তী
কলকাতা: Kolkata Durga Puja: যোগ্য সাংসদের ভূমিকাতেই দেখা যাচ্ছে নব্য নির্বাচিত মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। একদিকে যেমন নিজের ইউ টিউব খুলে তাতে নায়িকা থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন তেমনি নিজের নির্বাচনী কেন্দ্র যাদবপুরের (Jadavpur) পুজো উদ্বোধনেও দেখা গেল তাঁকে।
সোনালি ফিতে কাটার আগে উদ্যোক্তাদের সঙ্গে সাংসদ মিমি চক্রবর্তী। সমুদ্র সবুজ সালোয়ার, সঙ্গে বেনারসী দোপাট্টা, খোলা চুল, কানে ঝুমকো--- মিমি যথারীতি রুপসী।
মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে অভ্যর্থনা।
তারপর পুজো কমিটির সঙ্গে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ক্যামেরার মুখোমুখি।উদ্বোধনে এসেছেন আর দু-চার কথা বলবেন না, হয় নাকি?