This Article is From Oct 05, 2019

Durga Puja 2019: নিজের কেন্দ্র যাদবপুরে পুজো উদ্বোধনে মিমি চক্রবর্তী?

Kolkata Durga Puja: একদিকে যেমন নিজের ইউ টিউব খুলে তাতে নায়িকা থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন তেমনি নিজের নির্বাচনী কেন্দ্র যাদবপুরের পুজো উদ্বোধনেও দেখা গেল তাঁকে।

Durga Puja 2019: নিজের কেন্দ্র যাদবপুরে পুজো উদ্বোধনে মিমি চক্রবর্তী?

Kolkata Durga Puja: পুজো উদ্বোধনে মিমি চক্রবর্তী

কলকাতা:

Kolkata Durga Puja: যোগ্য সাংসদের ভূমিকাতেই দেখা যাচ্ছে নব্য নির্বাচিত মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)। একদিকে যেমন নিজের ইউ টিউব খুলে তাতে নায়িকা থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন তেমনি নিজের নির্বাচনী কেন্দ্র যাদবপুরের (Jadavpur) পুজো উদ্বোধনেও দেখা গেল তাঁকে।

8qehq3to

সোনালি ফিতে কাটার আগে উদ্যোক্তাদের সঙ্গে সাংসদ মিমি চক্রবর্তী। সমুদ্র সবুজ সালোয়ার, সঙ্গে বেনারসী দোপাট্টা, খোলা চুল, কানে ঝুমকো--- মিমি যথারীতি রুপসী।

4vltqjc

মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে অভ্যর্থনা।

8i9s4ve

তারপর পুজো কমিটির সঙ্গে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ক্যামেরার মুখোমুখি।উদ্বোধনে এসেছেন আর দু-চার কথা বলবেন না, হয় নাকি?

.