Durga Puja 2019: ‘শুন্য বুটিক’ পরিপূর্ণ পুজোর পোশাকে’’
কলকাতা: পুজো তো অজুহাত। আসলে বাঙালি যেমন উৎসব বিলাসী তেমনি সাজবিলাসী। ইদানিং নারীর পাশপাশি পুরুষও সজ্জা-সচেতন (Puja Special Dress)। তাই যেকোনও উৎসবে একদম এক্সক্লুসিভ সাজ সম্পূর্ণ করতে কলকাতা ছুটে আসে বিখ্যাত ডিজাইনার শর্বরী দত্তের (Sharbari Datta) কাছে। যিনি নারীর সঙ্গে সমান যত্নে ডিজাইন করেন পুরুষের অঙ্গসজ্জা। শর্বরী দত্তের 'শূন্য' বুটিক (Shunyya Butique) তাই নামে 'শূন্য' হলেও পরিপূর্ণ আধুনিক-এথেনিক-প্রাচ্য-পাশ্চাত্য পোশাক সম্ভারে। পুজোর আগে সেখানেও উপস্থিত NDTV----
এই পাঞ্জাবি গায়ে উঠলে শুধুই পুরুষালি রূপ খোলে না, অহঙ্কার হয়ে ওঠে যেকোনও পুরুষের। ঈর্ষার কারণ হয় অন্য পুরুষের।
৩০ বছর আগে ধাক্কা পাড় ধুতিতে বিপ্লব এনেছিলেন শর্বরী। রঙিন ধুতি ডিজাইন করে। আজ সেই ধুতি ঘরে ঘরে সমাদৃত।
জেড ব্ল্যাক কালো ফুলস্লিভ জ্যাকেট। সাদা সুতোর ছোট্ট ছোট্ট টিয়াপাখি। লাল সুতোর নকশা তোলা। বন্ধ গলা এই জ্যাকেট ধুতি, প্যান্ট সবার সঙ্গে মানানসই।
মেয়েদের মনখারাপ, তাঁদের সাজের সম্ভার দেখতে পাচ্ছেন না বলে? বুটিকের এই বিভাগ শুধুই আপনাদের জন্য।
গাঢ়-হাল্কা দুই টোনই উপস্থিত শর্বরী দত্তের পোশাকে। উৎসবে তো বটেই বিয়ের অনুষ্ঠানেও এই লেহেঙ্গা-চোলি অনবদ্য।
অঙ্গরাখা স্টাইলের পা ছোঁয়া আনারকলি আর লং কেপ বা শ্রাগ দিয়ে লং কুর্তি, তাও পাবেন এখানে।
শাড়ি-কুর্তি-লেহেঙ্গা মনহারি, কোনটা ছেড়ে কোনটা পরি?
লাস্ট বাট নট দ্য লিস্ট, শর্বরী দত্ত আর তাঁর কালেকশন। যেকোনও উৎসবে সাজে শিল্পের ছোঁয়া পেতে ঢুঁ মারতেই পারেন 'শূন্য' বুটিকে।