This Article is From Sep 29, 2019

Durga Puja 2019: পুজোয় এবার ব্লাউজে বিপ্লব!

যাঁরা শাড়ির সঙ্গে কিনে পরতে পছন্দ করেন তাঁদের জন্যে রকমারি ব্লাউজের হদিশ NDTV-র পাতায়। মানানসই ব্লাউজ কিন্তু নিমেষে বদলে দিতে পারে ফ্যাশন স্টেটমেন্ট।

Advertisement
অল ইন্ডিয়া Written by

Durga Puja 2019: পুজোয় এবার ব্লাউজে বিপ্লব! (সৌজন্যে পরমা)

কলকাতা:

পুজো দোরগোড়ায় (Durga Puja 2019)। কেনাকাটা কমপ্লিট। তবু শেষ হইয়াও হইল না শেষ-এর মতোই বাঙালি কেনাকাটা সারেন সপ্তমীর সন্ধেতেও। ব্লাউজ হয়ত বানানো কমপ্লিট। যাঁরা শাড়ির সঙ্গে কিনে পরতে পছন্দ করেন তাঁদের জন্যে রকমারি ব্লাউজের (Blouse) হদিশ NDTV-র পাতায়। মানানসই ব্লাউজ কিন্তু নিমেষে বদলে দিতে পারে ফ্যাশন স্টেটমেন্ট (Puja Special Fashion)। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখলেই বুঝবেন সেটা। তাহলে এবছরের পুজোয় হোক ব্লাউজে বিপ্লব? সন্ধানে পরমা বুটিক---

শরৎ মানেই টুপটাপ, চুপচাপ শিউলি ঝরা ভোর। শরৎ মানেই পদ্মপাতায় শিশিরের আলপনা। শরৎ মানেই শারদীয়া। শরৎ মানেই আগমনীর বোধনে ঢাকের বাদ্যি। কুমোরটুলিতে খড়ের গায়ে মাটির প্রলেপ। কাঠামো পুজো। সপরিবারে, সবাহন সহ দেবীর মৃন্ময়ী মূর্তি। সেই এসেন্স যদি শাড়িতে-ব্লাউজে উঠে আসে কেমন হয়? তারই ছোট্ট নমুনা---লাল-কালো ব্লাউজে একমুঠো সাদা শিউলির ফুটে ওঠা। ব্লাউজের কালো জমিনে লাল হাতা যেন জ্বলন্ত অগ্নিশিখা।  

ষষ্ঠীর সকাল। আটপৌরে শাড়ি। আঁচলে চাবির গোছা। ব্লাউজে আলপনার ভারী কাজ। দেবীর হাতের চাঁদমালা স্টাইলে।

সপ্তমীর সকালে শিউলি সাদা শাড়ি। পুজোর চন্দনের ছোঁয়া ব্লাউজের পিঠে। সুতোর কাজে ধরা দিয়েছেন চিন্ময়ী মা। এই ব্লাউজের তাই নেই কোনও তুলনা। 

Advertisement

Advertisement

সপ্তমীর বিকেলে চন্দন রঙা শাড়িতে লাল-নীলের গঙ্গা-যমুনা পাড়। জমিনে মায়ের পায়ের কাছে শিউলির অঞ্চলি।

অষ্টমীতে অঞ্জলি মাস্ট। লম্বা বিনুনি, কপাল জোড়া সিকি সাইজের লাল টিপ, নাকে নথে স্বস্তিকা পুরোপুরি বাঙালিনী। শাড়িতে লালের ছোঁয়া। ব্লাউজে লাল-নীল-হলুদের মেলা। এই সাজে আপনি ভিন্ন অন্যদের চেয়ে। 

Advertisement

নবমী মানেই উৎসব শেষ। তাই নবমী নিশি রাঙাতে নিষিদ্ধ লাল চলতেই পারে। তাতে থাক সাদা সুতোর হালকা কাজ। মন উতলা, উৎসব শেষ আজ। 

দশমী। মায়ের বিদায়লগ্ন আসন্ন। চোখে জল মুখে হাসি নিয়ে বাঙালির আন্তরিক কামনা, আবার এস মা। স্বস্তিকা আজ নীলাম্বরী। থ্রি কোয়ার্টার টপ স্টাইল ব্লাউজে যেন বচ্ছরান্তে মায়ের অপেক্ষায় বসে তিনি। এভাবেই পরমা বুটিক তাদের মহালয়া কালেকশনে তুলে এনেছে শিউলি, ঢাক, চাঁদমালা, মায়ের চরণ, সদ্যফোটা শিউলি। যা যেকোনও বাঙালিনীর কাছে হতেই পারে গর্বের সাজ।

Advertisement