This Article is From Oct 01, 2019

Durga Puja 2019: মাটির দুনিয়ায় রুপোর ‘প্রতিমা’, কামারডাঙায় অপরূপা বাংলা মা

এই পরিবেশকেই মণ্ডপে তুলে ধরেছে কামারডাঙা সাধারণ দুর্গোৎসব কমিটি। ১০০ বছর উদযাপনে এখানে মা ধরা দিচ্ছেন ১১০ কেজি রুপোর আবরণ-আভরণে।

Durga Puja 2019: মাটির দুনিয়ায় রুপোর ‘প্রতিমা’, কামারডাঙায় অপরূপা বাংলা মা

Durga Puja 2019: মাটির দুনিয়ায় রুপোর ‘মা’

কলকাতা:

বাংলা মানে লোকশিল্প, বাংলা মানে মায়ের কোল। বাংলা মানে শিউলি, শরৎ, বাংলা মানে ঢাকের বোল। বাংলায় প্রতিবছর শরৎ আসে এভাবেই। ঠিক এই পরিবেশকেই মণ্ডপে তুলে ধরেছে এন্টালির কামারডাঙা সাধারণ দুর্গোৎসব কমিটি (Kamardanga Sadharon Durgostav Committee)। ১০০ বছর উদযাপনে এখানে মা ধরা দিচ্ছেন ১১০ কেজি রুপোর আবরণ-আভরণে (Silver Durga)।

2qem4juo

শুধুই দুর্গা মা নন, সপরিবারেই তাঁরা আপাদমস্তক রুপোয় মোড়া। ৬ মাস ধরে ১০ জন শিল্পী বানিয়েছেন এই প্রতিমা।

5r5sfbp

সোমবার ছিল তার শুভ উদ্বোধন। উপস্থিত ছিলেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিল্পী শুভাপ্রসন্ন, পুজো কমিটির সভাপতি স্বর্ণকমল সাহা, সাধারণ সম্পাদক সমীর সাহা সহ বিশিষ্টজনেরা। প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন হয়।

1a6fam2o

বাংলার উৎসব যখন তাতে তো লোকনাচ থাকবেই।  

iaq9j35

আয়োজন ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। 

.