This Article is From Sep 23, 2019

Durga Puja 2019: ‘সাজে সাহসী হবেন? এবারের পুজোর রং কিন্তু পার্পল’: অনিরুদ্ধ চাকলাদার

ষষ্ঠী থেকে দশমী, পোশাকের সঙ্গে মানানসই সাজতে মেকআপ কিট কি গুছিয়ে ফেলেছেন?  না হয়ে থাকলে লাস্ট মিনিট সাজেশন নিন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদারের থেকে।

Advertisement
অল ইন্ডিয়া Written by

Durga Puja 2019: উৎসবে পার্পলের উদযাপন (সৌজন্যে: অনিরুদ্ধ চাকলাদার)

কলকাতা:

পুজোর আর মাত্র ১৪ দিন। শপিং প্রায় শেষের পথে। ষষ্ঠী থেকে দশমী, পোশাকের সঙ্গে মানানসই সাজতে মেকআপ (Puja Make Up) কিট কি গুছিয়ে ফেলেছেন?  না হয়ে থাকলে লাস্ট মিনিট সাজেশন নিন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদারের (Aniruddha Chakladar) থেকে। কোন পোশাকে কেমন হেয়ার ডু? কোন গায়ের রঙের সঙ্গে কেমন মেকআপ---এ টু জেড জানাচ্ছেন NDTV-র পাঠককে।

'এবারের উৎসব পার্পলে রঙিন। একটু সাহসী হতে পারবেন? তাহলে পার্পলের যেকোনও শেডে পোশাক বা মেক আপ রাঙিয়ে নিতে পারেন। তবে আমার মতে, সবাই নিজের মতো করে সাজুন। যে সাজে আপনি স্বচ্ছ্বন্দ। তাতেই বেশি সুন্দর দেখাবে আপনাকে' পুজোর মেকআপ নিয়ে বলতে বসে প্রথমে এই কথাটাই জানালেন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট। তাহলে কি ফ্যাশন বা স্টাইলের স্রোতে গা ভাসাতে বারণ করছেন অনিরুদ্ধ? উত্তরে বিশদে জানালেন, 'যাকে যেমনটি মানায় তার তেমনই সাজা উচিত, মেকআপ মানে কিন্তু একগাদা সাজ নয়। নিজের সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলে ধরা। যেমন, এবছরে ন্যাচারাল আই আর ব্রাইট লিপ ফ্যাশনে ইন। মানে চোখের সাজ হাল্কা হবে। গাঢ় হবে ঠোঁটের রং। সেই সাজ মানলে চোখ হবে হালকা শিমারি। সুন্দর করে মাস্কারা, কোহল বা কাজলের ছোঁয়া থাকবে। এবার ঠোঁট কতটা গাঢ় হবে সেটা যিনি সাজবেন তাঁর ওপর নির্ভর করে। যিনি পিঙ্ক পছন্দ করেন তিনি গোলাপির গাঢ় শেড বাছবেন। যিনি অরেঞ্জ পছন্দ করেন তিনি অরেঞ্জ। এছাড়া, লালও আছে। আর পার্পল তো আছেই।'

গায়ের রঙ যদি মেকআপ বাছার প্রথম ধাপ হয়, তাহলে ফর্সা, গম রঙা, মাজা বা শ্যামাঙ্গীদের কেমন সাজলে ভালো লাগবে? এক্ষেত্রে অনিরুদ্ধর টিপস, সবার আগে স্কিন টোন অনুযায়ী মেকআপের শেড বাছতে হবে। সেক্ষেত্রে এক শেড গাঢ় বা হাল্কা বাছা যেতেই পারে। এবার ফর্সারা গোলাপি রং বাছলে তাঁদের আরও বেশি ফর্সা লাগবে। যাঁরা ডার্ক টোনের তাঁরা কিন্তু হাল্কা নয়, গাঢ় শেড বাছুন। এতে আপনাকে বেশি উজ্জ্বল লাগবে। অনেকেই ভুল ধারণার বশবর্তী হয়ে হালকা রঙের দিকে ঝোঁকেন। এতে তাঁদের চাপা গায়ের রং বেশি করে ফুটে বেরোয়। তবে সব থেকে বেশি মজা মাঝারি গায়ের রং যাঁদের। যেমন ইচ্ছে তেমন মেকআপ করতে পারেন তাঁরা। গাঢ় মেকআপ চাইলে এক শেড গাঢ় রং আর হালকা মেকআপ চাইলে স্কিন টোনের কাছাকাছি শেড বাছতে হবে তাঁকে।

Advertisement

Advertisement

এবার আশা যাক বয়স অনুযায়ী সাজে। টিন এজ থেকে ফর্টি প্লাস প্লাস বা পঞ্চাশ ছুঁই ছুঁই--- কোন বয়স পুজোয় কেমন সেজে তাক লাগাবে? মেকআপ আর্টিস্টের অকপট স্বীকারোক্তি, 'কিশোরবেলার একটা আলাদা সরল সৌন্দর্য আছে। তাই আমি টিনএজদের বেশি সাজার পরামর্শ দেব না। পুজোর কটা দিন হাল্কা মাস্কারা, অল্প ব্লাশ অন আর লিপ গ্লস বা লিপ বাম দিলেই শরতের শিউলির মতোই সুন্দর আর তাজা দেখতে লাগবে। যাঁরা পঁয়তাল্লিশ বা তারও বেশি তাঁদের জন্যেও বেশি সাজ নয়। কোল আই, কাজলস ন্যুড লিপ---যথেষ্ট। মনে রাখবেন, অল্প বয়স আর বেশি বয়সীরা বেশি সাজলে বয়স্ক দেখায়। এক্ষেত্রেও মাঝবয়সীরা ভাগ্যবান। এবছরের মেকআপে কিন্তু শিমারি লুকও বেশ চলবে। শিমারি লুক মানে মেকআপে একটা অয়েলি টোন থাকবে। এঁরা এই সাজ স্বচ্ছন্দে ক্যারি করতে পারবেন। তবে পুজোয় যেহেতু গরম থাকে তাই যআঁদের অয়েলি স্কিন তাঁরা এই মেকআপ ভুলেও করবেন না। বয়স্কদেরও এই মেকআপে ভালো দেখাবে না। তাঁরা হয় চোখ নয় ঠোঁটে শিমারি মেকআপ করতে পারেন।'

একই সঙ্গে জানালেন, যাঁরা সাহসী তাঁরা যেকোনও বোল্ড শেড বা নিওন কালার স্বচ্ছন্দ্বে ব্যবহার করতে পারেন। তবে বেশি পরীক্ষা-নীরিক্ষা করা যায় হেয়ার ডু বা চুলের স্টাইল নিয়ে। ব্লন্ড, শর্ট হেয়ার কাট খুব চলছে এখন। ছোট চুল সহজেই মেনটেন করা যায় বলে। এছাড়াও, ন্যাচারাল হেয়ার স্টাইল চিরন্তনী। আন মেইনটেন কার্ল বা চুল বাঁধাটাও ক্যাজুয়াল লুকের হলে সাজে বাহুল্য আসে না। আবার হেয়ার ডু পোশাকের ওপরেও নির্ভর করে। তবে এখন তো মিক্স অ্যান্ড ম্যাচের সময়। তাই শাড়ির সঙ্গে লম্বা চুলের স্টাইবের পাশপাশি ছোট হেয়ারকাটও ভালোই দেখাচ্ছে। তাই আবারও বলি, কেমন সাজবেন সেটা পুরোটাই নির্ভর করছে আপনার ওপর। চুরি করে সাজতে জানলে, আর সেই সাজ ক্যারি করতে পারলে আপনার সুন্দরী হয়ে ওঠা কেউ আটকাতে পারবে না।'

Advertisement