কলকাতা: পুজো (Durga Puja 2019) শুধুই মেয়েদের? এখানে একদম নারী-পুরুষের সূক্ষ্ম ভেদ আঁচড় টানবেন না। পুজো নারীর পাশাপাশি সমানভাবে পুরুষদেরও। তাই এখনকার পুরুষ ফ্যাশন, সাজ সম্পর্কে যথেষ্ট সচেতন। পুজোর আগে তাঁরাও বাড়ি ফেরার পথে বা ছুটিতে বাড়ির সবার কেনাকাটির সঙ্গে দেখে বেছে কেনেন নিজের কিছু পোশাকও। অনেকে সুযোগ পেলে পার্লারেও চলে যান ত্বকের যত্ন নিতে। এবারের পুজোয় প্যান্ডেল মাতাতে কীভাবে তাঁরা গ্রুমিং করবেন নিজেদের? টিপস দিলেন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার (Aniruddha Chakladar)---
'পুরুষদের তো মেয়েদের মতো মেক আপ করার সুযোগ নেই তাই তাঁদের সুন্দর দেখানোর প্রথম ধাপ উজ্জ্বল ত্বক। ত্বকের ধরন বুঝে ফেশওয়াশ, স্ক্রাবার, টোনার, মাস্ক কিনে যদি নিয়মিত বাড়িতে ত্বকের যত্ন নেওয়া যায় তাহলেই সাজের আধাআধি পর্যায় আপনি সেরে ফেলেছেন। সেই অনুযায়ী দিনে দুবার ক্লেনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং কিন্তু ছেলেদের বেলাতেও মাস্ট। কারণ, ছেলেরা রোদে-জলে বেশি পোড়েন। তাই তাঁদের ত্বকে সবার আগে বেশি ময়লা জমে। নিয়মিত ত্বক পরিষ্কার না করলে তাঁদেরও ত্বকে নানা সমস্যা দেখা দেয়।'
'পরের ধাপ হল ক্লিন শেভ থাকবেন না দাড়ি-গোঁফ রাখবেন। দেখুন, বরাবরই ক্লিন শেভের একটা আলাদা কদর আছে। তাই যাঁরা এতে অভ্যস্ত তাঁরা সেই স্টাইলটাই মেনটেইন করুন। তবে শেভিংয়ের পর একটু বাড়তি যত্ন নেবেন ত্বকের। না হলে ত্বক সহজেই রুক্ষ হয়ে যেতে চায়। আর যাঁরা দাড়ি-গোঁফে শোভিত, তাঁরা ট্রিম করে নিন। সুন্দর করে ট্রিম করা হালকা দাড়ি-গোঁফ চেহারায় অবশ্যই বাড়তি জৌলুস আনে। বাকি চুলের কাট। এই পুজোয় চুলের সামনে হালকা স্পাইক, ক্রপ কাট কিন্তু ছেলেদের হট ফেভারিট। তাই মুখের গড়ন বুঝে ভালো পার্লারে গিয়ে এই স্টালে চুল কেটে নিতে পারেন। নিজে না বুঝতে পারলে রূপ বিশেষজ্ঞদের পরামর্শ নিন। চুলে থাক হালকা হাইলাইট। এভাবে পুজোয় বেরিয়ে দেখুন। দেখবেন, আপনার প্রতি ফিদা সকলেই।'
বাকি পোশাক। পাঞ্জাবি, কুর্তা, টি-শার্ট, ফুল শ্লিভ শার্ট, ধুতি, চোস্ত, প্যান্ট, থ্রি-কোয়ার্টার, জ্যাকেট, বন্ধগলা, বেনিয়ান স্টাইল---ছেলেদের পোশাকও কিন্তু অগুন্তি। চারটে বেছে নিন এসবই। তবে বারবার একটা কথাই বলব, নিজের ব্যক্তিত্ব বুঝে সাজুন। যেটা ক্যারি কররতে পারবেন সেটাই পরুন। অনুকরণ করতে গিয়ে হাস্যস্পদ হবেন না। চুলের হাইলাইট গাঢ় শেডের করবেন না। যত ন্যাচারাল থাকবেন ততই চোখ টানবেন সবার। পুজো মাতবে আপনার পুরুষালি রূপে।