This Article is From Oct 06, 2018

Durga Puja 2018- আমিষ হোক বা নিরামিষ- পকেট ফ্রেন্ডলি এই রেস্তোরাঁর ঠিকানা রইল আপনার জন্য

এই কলকাতা শহরের প্রায় সমস্ত রেস্তোরাঁ নয়া মেনু হাজির করে প্রতি পুজোয়। আমরা আপনাদের তেমনই কিছু ঠিকানার সন্ধান দেব যেখানে পুজোয় একবার ঢুঁ মারতেই হবে আপনাকে।

Advertisement
Kolkata

Durga Puja 2018- এই কলকাতা শহরের প্রায় সমস্ত রেস্তোরাঁ নয়া মেনু হাজির করে প্রতি পুজোয়

কলকাতা :

পুজোর চারদিন শুধুই ঠাকুর দেখা আর আড্ডা নয়, বাঙালি পেট পুজো ছাড়া উৎসব ভাবতেও পারে না। সেই কথা মাথায় রেখেই এই কলকাতা শহরের প্রায় সমস্ত রেস্তোরাঁ নয়া মেনু হাজির করে প্রতি পুজোয়। আমরা আপনাদের তেমনই কিছু ঠিকানার সন্ধান দেব যেখানে পুজোয় একবার ঢুঁ মারতেই হবে আপনাকে। আজ রইল পার্কস্ট্রিটের জিটি রুট। দেখে নিন পুজোয় আপনার জন্য রয়েছে কি বিশেষ মেনু!

 

রেস্তোরাঁ: দ্য জিটি রুট, জেমসন ইন শিরাজ হোটেল (The GT Route, Jameson Inn Shiraz Hotel); 56, পার্ক স্ট্রিট, কলকাতা - 700016।

Advertisement

 

ড্রিঙ্ক: আনারস ক পান্না (আওয়াধি) এবং লস্যি (পাঞ্জাবী)

Advertisement

 

স্যালাড ও দই: মস্ত-ই-বাদ্রাং (কাবুলি), আনারস রায়তা এবং বুন্দি রায়তা (পাঞ্জাবী)

নারকেল পোস্তবড়া

স্টার্টার:

Advertisement

নিরামিষ – নারকেল পোস্তর বড়া (বাংলা) এবং পেশোয়ারি পনীর টিক্কা (পেশোয়ারি)

 

Advertisement

আমিষ - গলৌটি কাবাব (আওয়াধি), মাছের পাতুরি (বাংলা), পেশোয়ারি মুর্গ টিক্কা (পেশোয়ারি), বারাহ কাবাব (পেশোয়ারি) এবং জিলাফি শিক কাবাব (আওয়াধি)

পুজো স্পেশ্যাল

মেন কোর্স:

নিরামিষ - মকাই পালক (পাঞ্জাবী) এবং জিরা ওয়ালী গোবি (বানারসী)

Advertisement

 

আমিষ – পোস্ত মুরগি (বাংলা), দম কা মুর্গ (আওয়াধি), মুর্গ পাটিয়ালা (পাঞ্জাবি), নালি নেহারি (আওয়াধি), মাটন চাপ (উত্তর ভারতীয়), মটন শাহী স্ট্যু (উত্তর ভারতীয়), গোস্ত রেজালা (উত্তর ভারতীয়) লাহোরি গোস্ত (লাহোরি), গোস্ত বিরিয়ানি (মোগলাই) এবং মুর্গ বিরিয়ানি (মোগলাই)

নালি নেহারি

ডাল ও চাল: ডাল পেশোয়ারি এবং কাবুলি পিলাফ

ডেজার্ট: কেশর পেস্তা ফিরনি ও অন্যান্য

 

সময়: দুপুর 1২ টা থেকে বিকেল 4টে, সন্ধ্যা ৭ টা থেকে রাত 11 টা পর্যন্ত।

দাম; 700 টাকা + ট্যাক্স (দুই জনের জন্য)

Advertisement