রাজেশ্বরী শ্রীবাস্তবের সঙ্গে মিমি চক্রবর্তী।
কলকাতা: আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুভ সূচনা হয়েছে। দুর্গা পুজো উপলক্ষে তানিষ্ক তাদের তৈরি বিশেষ সম্ভার, 'অপরূপা' নিয়ে হাজির হয়েছে। এই কালেকশনের ডিজাইনগুলো শিউলি ফুল, ট্র্যাডিশনাল আলপনা, পদ্ম ফুলের থেকে অনুপ্রাণিত, যার সঙ্গে বাঙালি দুর্গা পুজোর মিল খুঁজে পাবে। দুর্গা পুজোর উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে তানিষ্ক অপরূপা কালেকশনে নেকলেস, সীতা হার, লোহা বাঁধানো, শাখা, পলা, কানের দুল, আংটি ইত্যাদির প্রায় 50টি নতুন ডিজাইন হাজির করেছে।
গতকাল শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন আয়োজন করে তানিষ্ক কর্তৃপক্ষ অপরূপা কালেকশন লঞ্চ করেন। টাইটান কোম্পানি লিমিটেডের রিজিওনাল বিজনেস হেড, ইস্ট, রাজেশ্বরী শ্রীবাস্তব জানান, "তানিষ্কের পক্ষ থেকে সকল ক্রেতাকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। প্রতি বছরই পূর্ব ভারতের মানুষদের জন্য আমরা দুর্গা পুজোয় ক্লাসিক, এলিগেন্ট, সুন্দর কিছু নতুন গহনার সম্ভার হাজির করি। এই বছর আমরা অপরূপা কালেকশন হাজির করতে পেরে সত্যিই অত্যন্ত আপ্লুত। এই কালেকশনের প্রতিটা অলংকার দুর্গা পুজোর কথা মনে করাবে।"
ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিমি চক্রবর্তী।
তানিষ্কের বিভিন্ন কর্ম-কর্তারা ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, যিনি তানিষ্কের কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অনুষ্ঠানে অভিনেত্রী জানান, "ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি তানিষ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবো। সেই স্বপ্নটা আজ সফল হয়েছে।"
অপরূপা কালেকশনের দাম 20 হাজার টাকা থেকে শুরু যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, রাঁচি, বিহার ও ঝাড়খণ্ডে প্রতিটি তানিষ্কের শোরুমে পাওয়া গেলেও পরবর্তীকালে দেশের অন্যান্য অঞ্চলেও পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
দেখুন ভিডিও: