This Article is From Oct 05, 2019

ঠাকুর দেখতে বেরোবেন তো? জেনে নিন কোন দুর্গাপুজো মণ্ডপ কোন মেট্রো স্টেশনের কাছে?

Kolkata Durgapuja 2019: পুজোর এই কটা দিন প্যান্ডেলে হপিংয়ে ব্যস্ত সবাই। শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে পৌঁছতে আপনাকে সাহায্য করতে পারে কলকাতা মেট্রো

ঠাকুর দেখতে বেরোবেন তো? জেনে নিন কোন দুর্গাপুজো মণ্ডপ কোন মেট্রো স্টেশনের কাছে?

Metro Station: বিখ্যাত পুজোর কাছেই রয়েছে কলকাতা মেট্রোর স্টেশনগুলি

কলকাতা:

পুজোর আনন্দে গা ভাসাচ্ছেন সবাই। বছরের এই দিনগুলোতে আনন্দ লুটেপুটে নেওয়ার জন্যে অপেক্ষা করে থাকেন কলকাতা তথা বাংলার মানুষ। প্রতিবারের মতো এবারেও তাই মা দুর্গার দর্শনে মণ্ডপ থেকে মণ্ডপে  (Kolkata's Durgapuja 2019) ভিড় জমাচ্ছেন জনতা। সবাই চাইছেন, পুজোর এই কটা দিন যতটা সম্ভব সেরা পুজোগুলোর মণ্ডপে গিয়ে একবার মায়ের দর্শন করে আসতে। স্বভাবতই, শহরের রাস্তায় জনপ্লাবন। পায়ে পায়ে চলতে চলতে মাঝেমাঝেই তাই যেন থমকে দাঁড়িয়ে পড়ছে শহর কলকাতা। এই পুজোয় পরিবার নিয়ে হোক বা সদ্য আপনার প্রেমে হাবুডুবু খাওয়া সঙ্গী বা সঙ্গিনী, যেই হোক না কেন, নিশ্চয়ই চাইছেন একসঙ্গে পুজো দেখতে যেতে! আর আপনার এই পুজো সফরে আপনাকে সাহায্য করতে পারে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro)। পুজোর দিনগুলিতে বিশেষ সেবা দিতে অতিরিক্ত সময় মিলবে মেট্রো। তাই পায়ে পায়ে মণ্ডপ সফরে যেতে হলে জেনে নিন কোন্ মেট্রো স্টেশনের (Metro Station) কাছাকাছি পড়বে কোন্ দুর্গাপুজোর মণ্ডপগুলি। আর সেই বুঝে সাজিয়ে ফেলুন আপনার দুগ্গি-দর্শনের সফর মানচিত্র।


1)নোয়াপাড়া (NOAPARA) মেট্রো স্টেশন

নোয়াপাড়া উদ্যান সংঘ, দাদাভাই সংঘ, নেতাজি কলোনি লো-ল্যান্ড,   লেক ভিউ পার্ক, ফরোয়ার্ড কলোনি।

 
 2)দম দম (DUM DUM)

সিঁথি সর্বজনীন, ১৪ পল্লী
   

3) বেলগাছিয়া (BELGACHHIA)

বেলগাছিয়া ওলাইচণ্ডী, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব অর্থাৎ টালা পার্কের পুজো, নেতাজি স্পোর্টিং,        লেকটাউন অ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র, শ্রীভূমি, প্রদীপ সংঘ নতুন পল্লী
  

4) শ্যামবাজার (SHYAMBAZAR)

বাগবাজার সর্বজনীন,ফ্রেন্ডস ইউনিয়ন, জগৎ মুখার্জী পার্ক, শ্যাম স্কোয়ার 
   

5) শোভাবাজার সুতানুটি (SHOBHABAZAR SUTANUTI)

আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব, বেনিয়াটোলা, কুমারটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগান।
   

6) গিরীশ পার্ক (GIRISH PARK)

বিডন স্ট্রিট, শিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী।
  

7) মহাত্মা গান্ধী রোড (MAHATMA GANDHI ROAD)

মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, অ্যাথলেটিক ক্লাব।
  

8) সেন্ট্রাল (CENTRAL)

সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিতলা।
 

9) চাঁদনি চক (CHANDNI CHOWK)

জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন।
  

10) এসপ্ল্যানেড (ESPLANADE)

ধারেকাছে বড় কোনও পুজো নেই।

11) পার্ক স্ট্রীট (PARK STREET) 

ধারেকাছে বড় কোনও পুজো নেই। 

12) ময়দান (MAIDAN) 

ধারেকাছে বড় কোনও পুজো নেই।

13) রবীন্দ্র সদন (RABINDRA SADAN)

গোখেল স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন

14) নেতাজি ভবন (NETAJI BHAVAN)

৬৮ পল্লী সর্বজনীন দুর্গা পুজো, ৭৬ পল্লী ভবানীপুর, অবসর সর্বজনীন, ভবানীপুর ৭৫ পল্লী সর্বজনীন দুর্গোৎসব, ২২ পল্লী নর্দান পার্ক, পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন, ভবানীপুর সর্বজনীন দুর্গোৎসব, ভবানীপুর স্বাধীন সংঘ, হরিশ পার্কের পুজো, সংঘমিত্র ক্লাবের পুজো
   

15) যতীন দাস পার্ক (JATIN DAS PARK)

২৩ পল্লীর পুজো, ফরোয়ার্ড ক্লাব, মাতৃ মন্দির, বকুল বাগান, ম্যাডক্স স্কোয়ার, যতীন দাস পার্কের পুজো।
  

16) কালীঘাট (KALIGHAT)

৬৪ পল্লীর পুজো, ৬৪ পল্লী সর্বজনীন দুর্গোৎসব, সংঘশ্রী, বাদামতলা আষাঢ়সংঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্কের পুজো, আদি লেক পল্লী, ত্রিধারা, বালিগঞ্জ কালাচারাল, হিন্দুস্তান পার্ক, সিংঘি পার্ক, একডালিয়া এভারগ্রিন, রাজডাঙা নব উদয় সংঘ, বোসপুকুর শীতলা মন্দির।
   

17) রবীন্দ্র সরোবর (RABINDRA SAROBAR)

মুদিয়ালি, শিবমন্দির, নবপল্লী সংঘ, সুরুচি সংঘ
  

18) মহানায়ক উত্তমকুমার (MAHANAYAK UTTAM KUMAR)

৪১ পল্লী হরিদেবপুরের পুজো, অজেয় সংঘতি, বড়িশা ক্লাব, বাদশা প্লেয়ার্স কর্ণার, বড়িশা উদয়ন পল্লী, শীতলাতলা কিশোর সংঘ।

                    
19) নেতাজি (NETAJI)

নাকতলা পল্লী উন্নয়ন সমিতি

20) মাস্টারদা সূর্য সেন (MASTERDA SURYA SEN)

আজাদগড়, রিজেন্ট পার্ক, রয়নগর উন্নয়ন সমিতি
 

21) গীতাঞ্জলি (GITANJALI)

নাকতলা উদয়ন সংঘ, বৈষ্ণবঘাটা বালক সমিতি
  

22) কবি নজরুল (KAVI NAZRUL)

নব দুর্গা, বড়াল সর্বজনীন, তরুণ সাথী, কামদাহারি নারকেল বাগান।
  

23) শহিদ ক্ষুদিরাম (SHAHID KHUDIRAM)

পাটুলি সেন্ট্রাল ক্লাব সর্বজনীন দুর্গোৎসব

দেখুন চালতাবাগানের দুর্গাপুজো:

.