Durgapuja 2019: এবারও শ্রীভূমি ক্লাবের দুর্গাপ্রতিমা নজর কাড়ছে সবার।
কলকাতা: দেখতে দেখতে এস গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durgapuja)। মহালয়ার আগে থেকেই নাগাড়ে বৃষ্টি পুজোর আবহাওয়াকে খানিক ফিকে করলেও, পঞ্চমী থেকেই নিজের ফর্মে বাংলার মানুষ। বরুণ দেবের কালো চোখ রাঙানিকে উপেক্ষা করেই তাঁরা বেরিয়ে পড়েছেন দেবী দর্শনে। গোটা রাজ্যের মতো কলকাতাতেও (Kolkata's Durgapuja 2019) দেবী দুর্গার মাতৃ আরাধনায় প্রতিবারের মতো এবারেও রয়েছে জাঁকজমক। তিলোত্তমার বিভিন্ন পুজো মণ্ডপেই পায়ে পায়ে ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শণার্থী, সবারই একটাই ইচ্ছা, মায়ের মুখ দর্শন। যদিও শুধু ঠাকুর দেখাই নয়, থিম পুজোর প্যান্ডেল দেখার জন্যেও বিভিন্ন মণ্ডপগুলিতে মানুষের ঢল। তবে এই ভিড়ের মধ্যে থেকেই আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর মণ্ডপ ও প্রতিমার ছবি। ঘরে বসেই আমাদের সঙ্গে আপনি করতে পারবেন দেবী দর্শন। আসুন দেখে নিই, এবারের দুর্গাপুজোর (Durgapuja 2019) বেশ কয়েকটি পুজো মণ্ডপ ও প্রতিমা।
প্রথমেই আমরা দেখে নেব শ্রীভূমির পুজো মণ্ডপ। প্রতিবারই এখানকার পুজো দর্শণার্থীদের মন কাড়ে। এবারও এখানে পুজো দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ।
দুর্গাপুজো ২০১৯: শ্রীভূমির দুর্গাপুজো মণ্ডপ
শ্রীভূমির দুর্গাপ্রতিমাও অসাধারণ। গোটা পরিবার নিয়ে মায়ের এই মূর্তি সবার মনে ভক্তি এনে দিচ্ছে। মা যেন এখানে মাতৃরূপিনী সংস্থিতা।
দুর্গাপুজো ২০১৯: শ্রীভূমির দুর্গা প্রতিমা
কলকাতার যে পুজো গুলো বেশ কয়েক বছর ধরে সবার আকর্ষণ কাড়ে তার মধ্যে অন্যতম তরুণ দলের পুজো। এবারে এই পুজোর মণ্ডপটি একেবারেই অন্যরকম।
মণ্ডপে প্রবেশের সময় তার সাজসজ্জা দেখে আপনার মন ভরে যাবে, সঙ্গে রয়েছে নানান আলোর কাজও।
দুর্গাপুজো ২০১৯: তরুণ দলের মণ্ডপের প্রবেশপথ
তরুণ দলের ওই পুজো মণ্ডপের সঙ্গে মানানসই রূপে এখানে মা অধিষ্ঠিতা।
দুর্গাপুজো ২০১৯: তরুণ দলের দুর্গা প্রতিমা
পিছিয়ে নেই তরুণ সংঘও। এদের পুজো মণ্ডপেও পঞ্চমী থেকেই ভিড়ে জমাচ্ছেন মানুষ।
দুর্গাপুজো ২১০৯: তরুণ সংঘের পুজো মণ্ডপ
পিছিয়ে নেই ভারত চক্রও। তাঁদের প্রতিমার রূপও মন কেড়ে নিচ্ছে সকলের।
দুর্গাপুজো ২০১৯: দমদম ভারতচক্র
সব মিলিয়ে পঞ্চমী থেকেই জমে গেছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো।
ছবি: শুভম দে, অরিন্দম রায়