Kolkata's Durgapuja 2019: কলকাতার পুজো ষষ্ঠীতেই জমজমাট, ম্যাডক্স স্কোয়ারে মানুষের ভীড়
কলকাতা: ম্যাডক্স স্কোয়ারের পুজো মানেই জমজমাট ব্যাপার। ঠাকুর দেখা আর খাওয়া দাওয়ার সঙ্গে বিরাট মাঠে বসে জমিয়ে আড্ডা, এই হল সেখানকার পুজোর (Madox Square's Durgapuja) পরিবেশ। কত যুগলের যে মন এই ম্যাডক্স স্কোয়ারের দুর্গা প্রতিমাকে সাক্ষী রেখে জুড়েছে তার সংখ্যা গুণে শেষ করা যাবে না, মাখো মাখো প্রেম জমে আরও জমাটি ক্ষীরও হয় পুজোর এই কটা দিন ম্যাডক্স স্কোয়ারের আড্ডায়। কলকাতার পুজো (Kolkata's Durgapuja 2019) দেখতে বেরিয়েছেন আর ম্যাডক্স স্কোয়ারে ঢুঁ মারেননি, এমন বাঙালিকে বোধহয় আতসকাঁচ দিয়ে খুঁজতে হবে। আর আপনাদের জন্যে এবার আমরা হাজির করেছি সেই ম্যাডক্স স্কোয়ারের জমাটি পুজোর কিছু ছবি। প্রতিবারের মতো এবারেও এখানকার পুজোয় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। জমজমাট এই পুজোয় এসে ঘুরে গেছেন (Durgapuja 2019) সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
আগামী বছর মহালয়ার ৩৫ দিন পরে দুর্গাপুজো, ভাবুন একবার!
আসুন দেখে নিন সিটি অফ হার্ট, ম্যাডক্স স্কোয়ারের পুজো মণ্ডপের ছবি।
ম্যাডক্স স্কোয়ারের পুজো মণ্ডপ
মন্দিরের আদলে এখানকার মণ্ডপটি তৈরি হয়েছে, পাট, কাপড়, বাঁশ সহ আরও বেশ কিছু জিনিস ব্যবহার করা হয়েছে মণ্ডপ তৈরিতে। মণ্ডপের ভিতরেও রয়েছে দারুণ কারুকার্য।
ম্যাডক্স স্কোয়ার পুজো মণ্ডপের অন্দরসজ্জা
প্রতিমা দর্শনে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন এক বিশাল ঝাড়লণ্ঠন, যা শোভা বাড়াচ্ছে মণ্ডপের।
ম্যাডক্স স্কোয়ারের পুজো মণ্ডপের ঝাড়বাতি
আর মায়ের মূর্তি? একেবারে সাবেকি রূপে এখানকার দুর্গা প্রতিমা যেন আপনার-আমার ঘরে থাকা সাক্ষাৎ জননী।
ম্যাডক্স স্কোয়ারের প্রতিমা
পুজোয় শহরে কড়া নিরাপত্তা, থাকছে সিসিটিভি, ড্রোনের নজরদারি
ম্যাডক্স স্কোয়ারে পুজো মানেই জমাটি আড্ডা। তাই তো বারেবারেই এখানকার পুজোয় ভিড় জমান আড্ডাপ্রিয় বাঙালিরা। তবে শুধু আড্ডাই নয়, হুল্লোড়, মজার পাশাপাশি চলছে দেদার সেলফি তোলাও। তাই দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে হলে আপনাকে একবার যেতেই হবে ম্যাডক্স স্কোয়ারে।
পুজোয় ডান্ডিয়া ডান্স, দেখুন ভিডিও: