কলকাতা: শুরু হয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব (Durga Puja 2019)। আজ মহাষষ্ঠী। বরুণ দেবের কালো চোখ রাঙানিকে উপেক্ষা করেই বাঙালি বেরিয়ে পড়েছে দেবী দর্শনে। যদিও শুধু ঠাকুর দেখাই নয়, থিম পুজোর প্যান্ডেল দেখার জন্যেও বিভিন্ন মণ্ডপগুলিতে মানুষের ঢল। তবে এই ভিড়ের মধ্যে থেকেই আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর প্রতিমার ছবি। ঘরে বসেই আমাদের সঙ্গে আপনি করতে পারবেন দেবী দর্শন।
1. গড়িয়া সবুজ দল
গড়িয়া সবুজদলের দুর্গাপ্রতিমা
ছবি: শুভদীপ সাহা
2. ত্রিকোন পার্ক
ত্রিকোন পার্কের দুর্গাপ্রতিমা
ছবি: বিশ্বজ্যোতি চৌধুরী
3. হরিদেবপুর ৪১ পল্লি
হরিদেবপুর ৪১ পল্লির দুর্গাপ্রতিমা
4. চোরবাগান সর্বজনীন
চোরবাগান সর্বজনীনের দুর্গাপ্রতিমা
7. দমদম পার্ক তরুন সংঘ
দমদম পার্ক তরুন সংঘের দুর্গাপ্রতিমা
ছবি: সৌভিক মিত্র