This Article is From Oct 04, 2019

সনাতনী থেকে থিমসজ্জা, পুজোপ্রেমীদের মোবাইল লেন্সে দেখুন দুর্গাপ্রতিমা

শুরু হয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব (Durga Puja 2019)। আজ মহাষষ্ঠী। বরুণ দেবের কালো চোখ রাঙানিকে উপেক্ষা করেই বাঙালি বেরিয়ে পড়েছে দেবী দর্শনে। তবে এই ভিড়ের মধ্যে থেকেই আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর প্রতিমার ছবি।

সনাতনী থেকে থিমসজ্জা, পুজোপ্রেমীদের মোবাইল লেন্সে দেখুন দুর্গাপ্রতিমা
কলকাতা:

শুরু হয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব (Durga Puja 2019)। আজ মহাষষ্ঠী। বরুণ দেবের কালো চোখ রাঙানিকে উপেক্ষা করেই বাঙালি বেরিয়ে পড়েছে দেবী দর্শনে।  যদিও শুধু ঠাকুর দেখাই নয়, থিম পুজোর প্যান্ডেল দেখার জন্যেও বিভিন্ন মণ্ডপগুলিতে মানুষের ঢল। তবে এই ভিড়ের মধ্যে থেকেই আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি কলকাতার বেশ কয়েকটি বড় পুজোর প্রতিমার ছবি। ঘরে বসেই আমাদের সঙ্গে আপনি করতে পারবেন দেবী দর্শন।

1. গড়িয়া সবুজ দল

pg6gl1sg

গড়িয়া সবুজদলের দুর্গাপ্রতিমা
ছবি: শুভদীপ সাহা

2. ত্রিকোন পার্ক

e2tpaij8

ত্রিকোন পার্কের দুর্গাপ্রতিমা
ছবি: বিশ্বজ্যোতি চৌধুরী

3. হরিদেবপুর ৪১ পল্লি

j42p3cdg

হরিদেবপুর ৪১ পল্লির দুর্গাপ্রতিমা

4. চোরবাগান সর্বজনীন

4r1m8jn

চোরবাগান সর্বজনীনের দুর্গাপ্রতিমা

5. অবসর
3svrsu88

অবসরের দুর্গাপ্রতিমা

6. গোলমাঠ
hrifpieo

গোলমাঠের দুর্গাপ্রতিমা

7. দমদম পার্ক তরুন সংঘ

mgndd33

দমদম পার্ক তরুন সংঘের দুর্গাপ্রতিমা
ছবি: সৌভিক মিত্র

.