This Article is From Oct 09, 2018

Durga Pujo 2018: মাস্টার ডিমসামে হোক চাইনিজ পেটপুজো

পুজোর বিশেষ অফার: সুই মাই, ফিশ বল নুডল স্যুপ, হংকং স্টাইল জিওজাস, থাই ডাম্পলিংস, মিটবল স্টিক ইন নুডল স্যুপ, স্পিনাচ মাশরুম কর্ন বল স্টিক ইন নুডল স্যুপ এবং আরও অনেক কিছু!

Durga Pujo 2018: মাস্টার ডিমসামে হোক চাইনিজ পেটপুজো

Durga Pujo 2018: মাস্টার ডিমসামের মেনু

কলকাতা:

পুজো এসে গেছেই প্রায়। পুজোর চারদিন বাঙালি খাবার থেকে শুরু করে মোগলাই, কন্টিনেন্টাল সবই রয়েছে পেটপুজোর লম্বা তালিকায়। তবে বাঙালির সঙ্গে চিনের অবিচ্ছেদ্য সম্পর্কের বড় ভিত্তিকে এড়িয়ে কিভাবেই বা কোনও উৎসব হতে পারে? চিনা খাবারের স্বাদও তাই নিপাট বাঙালি পুজোর এক অঙ্গ। তাই পুজোর চারদিনে পেটপুজো চাইনিজ খাবার ছাড়া সম্পন্ন হতে পারেই না। পেট ভরা খাবারের পাশাপাশি পুজোর স্ন্যাকস বা জলখাবারেও চিনা স্বাদই নতুন করে চিনে নিন মাস্টার ডিমসামের হাত ধরে।

এইবার এই রেস্তোরাঁ আপনার জন্য নিয়ে এসেছে পকেট ফ্রেন্ডলি দামে পেট ভরানো কিছু অসাধারণ চাইনিজ ও তিব্বতী খাবার। দেখে নিন পুজো স্পেশ্যাল মেনুতে কী কী পাবেন।

rvkj91k8

সুই মাই

পুজোর বিশেষ অফার: সুই মাই, ফিশ বল নুডল স্যুপ, হংকং স্টাইল জিওজাস, থাই ডাম্পলিংস, মিটবল স্টিক ইন নুডল স্যুপ, স্পিনাচ মাশরুম কর্ন বল স্টিক ইন নুডল স্যুপ এবং আরও অনেক কিছু!

vpinv06o

মিটবল স্টিক

 

শেফের পছন্দ: চিকেন বাও, চিকেন মিটবল স্টিক নুডল স্যুপ এবং থাই ডাম্পলিংস।

mirc1ju8

ওন টোন

ঠিকানা: পি-562, হেমন্ত মুখোপাধ্যায় সরণী, সাদার্ন অ্যাভিনিউ, কলকাতা- 700029

 

সময়: সোম থেকে শুক্র:

সকাল 11 টা থেকে রাত 10 টা অব্দি

শনি ও রবি;

সকাল 8 টা থেকে রাত 10 টা অব্দি

 

দাম; 400 টাকা + ট্যাক্স (দু’জনের জন্য)

.