কণ্ঠে কবিতা ধারণ করলেন অপর্ণা সেন
কলকাতা: করোনা লকডাউনের (Corona Lockdown) অবসাদ কাটাতে কেউ গাইছেন গান। কেউ বাজাচ্ছেন বাদ্যযন্ত্র। কেউ বা নেচে উঠছেন গানের তালে। অনেকেই হাতে তুলে নিয়েছেন রং-তুলি। কেউ কেউ চুটিয়ে করছেন রান্নাবান্না। তালিকায় আছেন, নুসরত জাহান, পরমব্রত চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, অঙ্কুশ হাজরা, সুদীপ্তা চক্রবর্তী সহ টালিগঞ্জের একঝাঁক কুশীলব। অপর্ণা সেন (Aparna Sen) সব সময়েই ভিন্ন পথের পথিক। তিনি পরিচালনা করতে পারছেন না এই মুহূর্তে। শুটিং বন্ধ, তাই অভিনয়ের সুযোগও নেই। কিন্তু শিল্প ছাড়া একজন শিল্পী বাঁচেন কী করে? তাই তিনি আশ্রয় নিয়েছেন কবিতায়। বাবা চিদানন্দ দাশগুপ্ত সহ বিভিন্ন কবির কবিতা আবৃত্তি করছেন তিনি। দারুণ ভাবে কাজে লাগিয়েছেন সোশ্যাল মিডিয়াকে।
প্রতিদিন সকালে তিনি ফেসবুক পেজে লাইভে আসছেন। পড়ছেন বিভিন্ন কবির নানা স্বাদের কবিতা। তাঁর কণ্ঠে নতুন করে যেমন প্রাণ পাচ্ছেন জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী..... রয়েছেন বাবা চিদানন্দ দাশগুপ্তও। রত্ন সম উজ্জ্বল কবিতাগুলি অপর্ণার আবৃত্তি গুণে আরও জীবন্ত। সেই সঙ্গে থাকছে কবিতাগুলি বাছাইয়ের কারণ সম্পর্কে ছোট্ট আলোচনা। আর বাংলা কবিতার শেষে থাকছে অন্য ভাষায় অনুবাদ যাতে অবাঙালি শ্রোতাও রস আস্বাদন করতে পারেন তাঁর আবৃত্তির।
'বাড়িতে আলো জ্বলবে' ফের প্রতিবাদী অপর্ণা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পাঠ
অপর্ণা নিজেই বলেছেন, "আমাদের বাংলায় এমন অনেক কবি আছেন, যাঁদের এ রাজ্যের বাইরে কোনও পরিচিতি নেই। অথচ বোধের দিক থেকে তাঁরা অনেকটাই এগিয়ে।" লকডাউনের সময় তাঁদের কবিতাপাঠের মাধ্যমে আরও একবার যেন মাতৃসম বাংলা ভাষাকেই স্মরণ করলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক।