শুক্রবার বিকেলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হল
হাইলাইটস
- শুক্রবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬
- পরে আরও দু’টি ভূকম্পন অনুভূত হয়েছে
- এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি
নয়াদিল্লি: ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh), অসম (Assam) ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য অঞ্চল। শুক্রবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৬। India Meteorological Department's-এর ওয়েবসাইট থেকে জানাচ্ছেন ভূমিকম্পটির কেন্দ্র অরুণাচল প্রদেশের পূর্ব কামেংয়ের ১০ কিমি গভীরে। পরে আরও দু'টি ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে তাদের মাত্রা কুরুং কুমে-তে ৪.৯ এবং পূর্ব কামেং-এ ৩.৮।
বন্যায় ভেসেছে কাজিরাঙা, প্রাণ বাঁচাতে গেরস্থের বাড়িতে আশ্রয় খুঁজল বন্যাদুর্গত বাঘ!
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, গৌহাটি, অসমের বিভিন্ন অংশ এবং নাগাল্যান্ডের ডিমাপুরে কম্পন অনুভূত হয়েছে।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। বিস্তারিত খবর এখনও জানা যায়নি।