Read in English
This Article is From Jan 21, 2019

দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল এলাকা

সন্ধ্যা ৬.৪৫ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। দ্বিতীয়টি সন্ধ্যা ৮.৫৯ নাগাদ।

Advertisement
অল ইন্ডিয়া

গত মাসে এলাকায় মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়েছে

Highlights

  • সন্ধ্যা ৬.৪৫ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়
  • দ্বিতীয়টি সন্ধ্যা ৮.৫৯ নাগাদ
  • দ্বিতীয় কম্পনের সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে
পালঘর, মহারাষ্ট্র:

রিখটার স্কেলে ৩.৬ ম্যাগনিটিউডের ভূমিকম্পে রবিবার কেঁপে উঠলো মহারাষ্ট্রের পালঘর। সন্ধ্যা ৬.৪৫ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। দ্বিতীয়টি সন্ধ্যা ৮.৫৯ নাগাদ।

পড়ুয়াদের অনশন তুলে নিতে বললেন প্রেসিডেন্সির উপাচার্য

ওই জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিবেকানন্দ কদম জানিয়েছেন, কম্পন টের পাওয়া গিয়েছে ডান্ডেলওয়ারি থেকেও।

তিনি আরও জানান প্রায় এক মাস পরে ওই এলাকায় সিসমিক কার্যকলাপ দেখা গেল।

Advertisement

বাজেট পেশ করতে দেশে ফিরবেন জেটলি: সূত্র

একটি কেন্দ্রীয় পর্যবেক্ষন বাহিনী এলাকা পরিদর্শনে যায়। তারা জানিয়েছেন পালঘরে গত মাসে মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়েছে। আশপাশের এলাকার লোকজনও মৃদু কম্পন অনুভব করেছেন।

Advertisement

এ দিন তিন ঘণ্টার মধ্যে দ্বিতীয় কম্পনের সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের মতে, ভূকম্পের উৎসস্থল ছিল উত্তরের ২০.০ ডিগ্রি অক্ষাংশ এবং ৭২.৯ ডিগ্রি দ্রাঘিমাংশে, গভীরতা ছিল ৫ কিলোমিটার।  

Advertisement

আরও খবর দেখুন এখানে

Advertisement